দেশজুড়ে

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

গাজীপুরের পুবাইলে আজ রোববার সকালে একটি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।  টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ আমিরুল ইসলাম ।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন ইজিবাইকের চালক হানিফ মিয়া (৩৫) এবং অন্যজন যাত্রী সাহেদ সাব্বির (২৫)।  নিহত হানিফ মিয়া পুবাইল থানার হায়দরাবাদ গ্রামের বাসিন্দা এবং সাহেদ সাব্বির মাজুখান গ্রামের বাসিন্দা। 

আহত ও নিহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  পুলিশ বলেছেন, সংঘর্ষের পর ট্রাক এবং ইজিবাইক সড়কের পাশে দুমড়েমুচড়ে পড়ে ছিল।  দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন গাজীপুরের পুবাইলে | ট্রাক এবং ইজিবাইক