Connect with us

বাংলাদেশ

কিং ব্যাক মোনেম মুন্নার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

Published

on

বাংলাদেশ ও কলকাতার ফুটবলে ছিলেন সমান জনপ্রিয়। দেশের গণ্ডি ছাপিয়ে মোমেন মুন্না নিজেকে নিয়ে গিয়েছিলেন ভিন্ন উচ্চতায়। কিন্তু বেশি দিন তা উপভোগ করার সুযোগ হয়নি প্রয়াত ডিফেন্ডারের। ২০০৫ সালের ১২ ফেব্রুয়ারি অকালে চলে গেলেন কিংবদন্তি ফুটবলার। কিডনি জটিলতার কাছে হার মানেন মাত্র ৩৮ বছর বয়সে।

প্রতিবছর ১২ ফেব্রুয়ারি দিনটি ভারক্রান্ত করে তোলে দেশের ফুটবল অঙ্গনকে। স্মরণ করা হয় প্রয়াত তারকাকে। আজ মোনেম মুন্নার ১৭তম মৃত্যুবার্ষিকী। দিনটিকে নানাভাবে পালন করে থাকে বিভিন্ন সংগঠন। মতিঝিল ফুটবল ভবনে কোরআনখানি, মিলাদ ও দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করে থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মুন্নার জন্মস্থান নারায়ণগঞ্জে মুন্না স্মৃতি সংসদ ও নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাবও স্মরণ করে দিনটি। 

দেশের ফুটবলে কিং ব্যাক খ্যাত, জাতীয় দল ও ঢাকা আবাহনীর সাবেক অধিনায়ক দেশসেরা ডিফেন্ডার ছিলেন মোনেম মুন্না। ১৯৮১ সালে পাইওনিয়ার ফুটবল লিগ দিয়ে মুন্নার ক্যারিয়ার শুরু। পরের বছর দ্বিতীয় বিভাগে শান্তিনগর ক্লাবের হয়ে খেলেন। ১৯৮৩ মুন্নাকে দলের ভেড়ানোর দ্বিতীয় বিভাগ লিগ চ্যাম্পিয়ন হয় সালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। 

১৯৮৪-৮৫ মৌসুমে ঢাকা প্রথম বিভাগ লিগে মুক্তিযোদ্ধা সংসদের হয়ে খেলার পর ১৯৮৬ সালে এই লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে মাঠ মাতান কিং ব্যাক। এরপর ১৯৮৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত প্রথম বিভাগে ঢাকা আবাহনীর পক্ষে টানা খেলেন মুন্না। ১৯৯১ সালে ঢাকা লিগে ২০ লাখ টাকা পেয়ে এক মৌসুমে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ড গড়েন তিনি। কেবল বাংলাদেশের কোনো ফুটবলারেরই রেকর্ড পারিশ্রমিক নয়, উপমহাদেশেও এটা ছিল একটি আলোড়ন সৃষ্টিকারী খবর।

জাতীয় দলের অপরিহার্য ফুটবলার ছিলেন ১৯৮৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত। দেশসেরা ফুটবলার হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ভারতের ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষে কলকাতার মাঠ মাতিয়েছেন মুন্না। দিনে দিনে তিনি হয়ে ওঠেন তুমুল জনপ্রিয় এক ফুটবলার। খেলা ছেড়ে হয়েছেন আবাহনীর ম্যানেজার।

Advertisement

১৯৯৯ সালের রমজান মাসে হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এই তারকা ফুটবলার। সেখানেই তার কিডনি সমস্যা ধরা পড়ে। ২০০৫ সালের ২৬ জানুয়ারি গুরুতর অসুস্থ হলে মুন্নাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় তিন সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে ওই বছরের ১২ ফেব্রুয়ারি সকাল ৬টায় না ফেরার দেশে পাড়ি জমান দেশের ফুটবলের এই কৃতি সন্তান। 

জাতীয় দলের সাবেক কোচ অটো ফিস্টার একবার আক্ষেপ করে বলেছিলেন, ‘হি ওয়াজ মিসটেকেইনলি বর্ন ইন বাংলাদেশ।’ ফিস্টার ভুল বলেননি, সুযোগ-সুবিধা পেলে হয়তো আরো অনেক দূর যেতেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণায় এ কথাগুলো ঘুরেফিরে আসে সবার মুখেই।

হাসিব মোহাম্মদ

Advertisement

দুর্ঘটনা

বজ্রপাতে ৩ জনের মৃত্যু

Published

on

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। ঝড়-বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে ও পানি আনতে গিয়ে বজ্রপাতে মারা যান তারা।

শুক্রবার (৭ জুন) দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

জানা যায়, শিবগঞ্জ উপজেলায় শিশুসহ দুজন ও ভোলাহাটে একজন মারা যান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ঝড়-বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে শিবগঞ্জ পৌরসভার আলীডাঙ্গা মহল্লার সুভাস ভকতের স্ত্রী ববি ভকত (৩২) ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিন পাঁকা নিশিপাড়ার এরশাদ আলীর মেয়ে কবিতা খাতুন (৮) টিউবওয়েলের পানি আনতে গিয়ে বজ্রপাতে মারা যান।’

অন্যদিকে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন, ভোলাহাট উপজেলার আন্দিপুরের ইসলাম আলীর মেয়ে আমেনা খাতুন (১০) বাড়ির পাশের আম বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হয়, পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

বাংলাদেশ

বাজেটে কালোটাকা সাদার সুযোগ; কারণ জানালেন প্রধানমন্ত্রী

Published

on

প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা
ফাইল ছবি

ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরত আনার জন্য বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৭ জুন) বিকেলে তেজগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কালোটাকা নিয়ে অকারণে সমালোচনা হচ্ছে, ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরত আনার জন্য কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। খুব সংরক্ষিতভাবে আমরা এগোতে  চাই।

এ সময় তিনি বলেন, জনগণই আওয়ামী লীগের প্রধান শক্তি, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে৷ দেশের জনগণকে নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে।

আমদানির খরচ বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের দাম বেড়েছে, উন্নত অনেক দেশ হিমশিম খাচ্ছে এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, মানুষ যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যেই বাজেট দেওয়া হয়েছে।

Advertisement

 

 

 

 

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

অপরাধ

এমপি আনার হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা আটক

Published

on

ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুন) রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি টিম তাকে আটক করে। আটক কাজী কামাল আহম্মেদ বাবু জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন গণমাধ্যমে জানান, রাতে ডিএমপি থেকে ডিবি পুলিশ ঝিনাইদহে এসেছিল। তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে। তবে কি মামলায়, কোন ব্যাপার নিয়ে তা আমি নিশ্চিত বলতে পারছি না।

স্থানীয়দের দাবি, এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার অন্যতম হোতা শিমুল ভূঁইয়ার নিকটাত্মীয় কাজী কামাল আহম্মেদ বাবু। আনার হত্যার ঘটনায় তার কাছ থেকে তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১৩ মে তাকে কৌশলে ডেকে নিয়ে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ট্রলিব্যাগে নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা। এ ঘটনায় ভারত ও বাংলাদেশে ৬ জন গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পলাতক রয়েছেন। আর হত্যা নিশ্চিত হওয়ার কয়েকদিন পেরিয়ে গেলেও তার মরদেহের কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যার দিকে সঞ্জিভা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। তবে এগুলো আনারের মরদেহের খণ্ডাংশ কি না সেটা এখনও নিশ্চিত করেনি পুলিশ।

Advertisement

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত