আর্কাইভ থেকে বাংলাদেশ

কারাগারে যাওয়ার আগে যা বলেছেন অধিকারের আদিলুর

কারাগারে যাওয়ার আগে যা বলেছেন অধিকারের আদিলুর
কারাগারে নেয়া হয়েছে মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দুই বছরের কারাদণ্ড পাওয়া মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান ও পরিচালক নাসির উদ্দিন এলানকে। রায় ঘোষণার পর প্রিজনভ্যানে করে কারাগারে নেয়ার সময় রায়ে সংক্ষুব্ধ আদিলুর রহমান বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। দশ বছর পর বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার সাইবার টাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে আদিলুর ও এলানের দুই বছর করে কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়। রায়ের পর তাদের প্রিজনভ্যানে করে কারাগারে পাঠানো হয়। আদালত থেকে কারাগারে নেয়ার সময় আদিলুর রহমান বলেন, ‘আমরা ন্যায়ের জন্য কাজ করেছি। গুম হওয়া মানুষের হয়ে কাজ করেছি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’ এক দশক আগে করা মামলাটিতে গেলো ২৪ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে ৭ সেপ্টেম্বর রায়ের দিন ধার্য করেন। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। রায়ের পর অধিকারের আইনজীবী রুহুল আমিন ভুঁইয়া বলেন, ‘এ মামলায় আমরা সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে আপিল করব। সেখানে তারা খালাস পাবেন।’

এ সম্পর্কিত আরও পড়ুন কারাগারে | যাওয়ার | আগে | বলেছেন | অধিকারের | আদিলুর