ট্রফি নিয়ে বিছানায় শুয়ে থাকা। বর্তমান সময়ে প্রায়ই দেখা যায় এমন উদ্যাপনের দৃশ্য। ২০২২ সালে লিওনেল মেসি কাতার বিশ্বকাপ জয়ের ট্রফি নিয়ে বিছানায় শুয়ে ছিলেন। আর্জেন্টাইন তারকার সেই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এরপর থেকেই খেলোয়াড়দের মধ্যে ট্রফি নিয়ে শুয়ে ছবি তোলার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। সবশেষ উদাহরণ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন ট্রফি নিয়ে বিছানায় ছবি তুলেছেন।
কিছুদিন আগে সাফ অনূর্ধ-২০ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ দলের ফরোয়ার্ড মিরাজুল ইসলামও ট্রফি নিয়ে বিছায় শুয়ে থাকার ছবি পোস্ট করেছেন।
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বিছানায় শুয়ে ট্রফি সাথে ছবি তুলেছিলেন ভারতীয় ক্রিকেট তারকা সূর্যকুমার যাদব।
কিন্তু ট্রফি নিয়ে এভাবে বিছানায় শুয়ে থাকার মানেই কি মেসিকে অনুসরণ? নাকি মেসির আগেও কেউ ট্রফি নিয়ে এভাবে বিছানায় শুয়ে ছিলেন?
উত্তর খুঁজতে আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না। ২০২২ সালে ফেব্রুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনস জিতে ট্রফি নিয়ে বিছানায় শুয়ে থাকার ছবি পোস্ট করেন সেনেগালের অধিনায়ক সাদিও মানে।
২০২০ সালে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ট্রফি নিয়ে বিছানায় ছবি তুলেছিলেন রবার্ট লেভানডফস্কি।
টেনিস তারকা সেরেনা উইলিয়ামস অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর বিছানায় ট্রফি নিয়ে ছবি তুলেছেন।
১৯৭৮ ইউরোপিয়ান কাপ জয়ের পর লিভারপুল কিংবদন্তি কেনি ডালগ্লিশ ট্রফি নিজের বিছানায় রেখে ছবি তুলেছিলেন ।