Connect with us

বাংলাদেশ

ওয়ার্নের ফোন কল ও মৃত্যু নিয়ে নতুন রহস্য

Published

on

কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের প্রয়াণ কোনও আকস্মিক ঘটনা নয় বলেই মনে করেন না ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক পিটার ব্রাকনার। দীর্ঘ দিন অস্ট্রেলীয় জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি। ব্রাকনার মনে করেন, ওয়ার্নের মৃত্যু সবার কাছেই শিক্ষা হয়ে থাকা উচিত। প্রত্যেকেই সে ক্ষেত্রে বুঝতে পারবেন নিয়মিত নিজের স্বাস্থ্য পরীক্ষা করা কত জরুরি। ‘কেউই এক মিনিটের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয় না। মর্মান্তিক পরিণতির দিকে মানুষ পৌঁছয় কার্যত ধীরে ধীরে’ মন্তব্য ব্রাকনারের।

ওয়ার্নের পরিবার জানিয়েছে, মৃত্যুর আগের সাত দিন তাঁর হৃদযন্ত্রের সমস্যা ও হাঁপানির কষ্ট ছিলো। সেই সঙ্গে টানা ১৪দিন শুধু তরল খাদ্য তিনি গ্রহণ করেছিলেন ওজন কমাতে। সে সবের প্রেক্ষিতেই ব্রাকনারের দাবি, পুরো ব্যাপারটাই প্রত্যাশিত ছিলো। ওয়ার্নের মৃত্যু আদৌ আকস্মিক দুর্ঘটনা নয়।

ব্রাকনারের কথায়, ‘গত ২০ থেকে ৩০ বছর ধরে ও নিয়মিত ধূমপান করেছে। খাদ্যাভাসেও সমস্যা ছিলো। সঙ্গে আরও অনেক অনিয়ম করতো। ওয়ার্নির যদি হৃদরোগ থেকে থাকে, তা হলে তাইল্যান্ডে রাতারাতি সেটা হয়নি। ’

এদিকে, প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নকে নিয়ে নতুন একটি তথ্য দিয়েছে ডেইলি মেইল। তাদের এক প্রতিবেদনে বলা হয়, তার এক ফোন কলেই ১২ লাখ ৫০ হাজার ইউএস ডলারের চুক্তি করেছিলেন অস্ট্রেলিয়ার সদ্য প্রয়াত এই ক্রিকেটার। 

১৯৯৯ সালে শ্রীলঙ্কায় অজিদের হয়ে শর্ট টেস্ট সিরিজ খেলছিলেন ওয়ার্ন। ওই সময় যুক্তরাজ্যভিত্তিক তার এজেন্ট মাইকেল কোহেন তাকে সেই ফোন কল করেন। সেসময় ক্যারিয়ারের ঊর্ধ্বগগনে ছিলেন ওয়ার্ন। বিশ্বের আনাচে-কানাচের বিভিন্ন দল, প্রতিষ্ঠান, সংস্থা থেকে একের পর এক লোভনীয় সব চুক্তির প্রস্তাব পাচ্ছিলেন। স্বভাবতই মোটা অংকের প্রস্তাব দিয়েছিল এক ইংলিশ ফার্স্ট ক্লাস টিম। সেবার ইংলিশ কাউন্টি ক্রিকেটে তাকে পাওয়া নিয়ে রীতিমতো নিলাম যুদ্ধ শুরু হয়।

Advertisement

জীবনের মোড় পাল্টে দেওয়া সেই ফোন কল নিয়ে ২০১৮ সালে নিজের আত্মজীবনীতে বিস্তারিত বর্ণনা করেন ওয়ার্ন। সেই চুক্তিতে আলিশান বাড়ি, গাড়ি, নগদ অর্থ সব ছিলো।

গত সপ্তাহে থাইল্যান্ডে এক রিসোর্টে মারা যান লেগ স্পিন জাদুকর ওয়ার্ন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। এর আগে ওই এক চুক্তির ৫০ গুণের বেশি সম্পদ রেখে গেছেন তিনি।

বলা বাহুল্য সর্বকালের অন্যতম সেরা লেগি ওয়ার্ন। বর্ণিল ক্যারিয়ারে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট শিকার করেন তিনি। ক্রিকেটের অভিজাত সংস্করণের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ।  আর ১৯৪ ওয়ানেডেতে ২৯৩ উইকেটও রয়েছে তার দখলে। সম্প্রতি ঐতিহাসিক অ্যাসেজ সিরিজে তাকে ধারাভাষ্য দিতে দেখা যায়।

হাসিব মোহাম্মদ  

Advertisement
Advertisement

জাতীয়

শেখ হাসিনার সর্বশ্রেষ্ঠ অর্জন নিজের টাকায় পদ্মা সেতু : কাদের

Published

on

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা লাভ দেশের সবচেয়ে বড় অর্জন। স্বাধীনতার পর বাঙালি জাতির আরেকটি অর্জন নিজের টাকায় পদ্মা সেতু। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সর্বশ্রেষ্ঠ অর্জন নিজের টাকায় পদ্মা সেতু। এই সাহস তিনি কোথায় থেকে পেলেন। শেখ মুজিবের কন্যা বলেই তার পক্ষে এটা সম্ভব হয়েছে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (৫ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

Published

on

পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষ্যে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ জুলাই) দুপুর ৩টা ৫৩ মিনিটে অনুষ্ঠানস্থলের মঞ্চে উঠেন তিনি।

পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন মাঠে এই সমাপনী অনুষ্ঠান ও সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এই একই মাঠে পদ্মা সেতুর উদ্বোধন ও রেল সংযোগ প্রকল্পের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এদিকে অনুষ্ঠান উপলক্ষে বিকেল ৩টা থেকে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন। এরপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভাপতির বক্তব্য রাখবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপরই প্রধান অতিথির ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর আগমণে প্রস্তুত এখন মাওয়া। চারদিকে সাজ সাজ রব। প্রধানমন্ত্রীকে বরণ করলেন পদ্মা তীরের মানুষ। আর প্রধানমন্ত্রীর আগমণে উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ।

আজ থেকে ২৩ বছর আগে ২০০১ সালের ৪ জুলাই মাওয়ায় ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেখানেই প্রকল্পের সফল সমাপ্তি ঘোষণা করবেন তিনি। এখন দিনরাত  পদ্মার বুক চিরে চলছে ট্রেন ও যানবহন । যে স্বপ্ন ধারণ করে গড়ে উঠেছিল পদ্মা সেতু, সেই স্বপ্নের বাস্তবতা এখন প্রচন্ডভাবে দৃশ্যমান আজ পদ্মার বুকে। সেতুর দুই তীরে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র, শিল্প স্থাপন এবং সহজ যাতায়াত ব্যবস্থার কারণে মানুষের জীবনযাত্রায় এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে।

Advertisement

সেতুর সড়ক ও রেল পথের সুফল ছাড়াও হাইভোল্টের লাইনে রামপাল ও পায়রার বিদ্যুৎ আসছে রাজধানী ঢাকায়। মিলছে দ্রুতগতির ইন্টারনেট এবং ফোন সুবিধাও। নদী শাসনে বন্ধ এখন পদ্মার ভাঙ্গন। দ্যুতি ছড়াচ্ছে সেতুর ৫টি পুনর্বাসন কেন্দ্র। আর সেতু জুড়ে ৭৬০ মিলিমিটার ব্যসের গ্যাস লাইনও প্রস্তুত। সব কাজই শেষ এখন।

জেএইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

জনদুর্ভোগ

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি, বাড়ছে দুর্ভোগ

Published

on

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বন্যায় জেলার ৯টি উপজেলার প্রায় লক্ষাধিকের বেশি মানুষ দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে গৃহপালিত পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। অনেকে খোলা আকাশের নীচে নৌকায় রাত যাপন করছেন। এসব উপজেলায় যোগাযোগের একমাত্র বাহন নৌকা। তবে ঘরে চাল-ডাল থাকলেও রান্না করে খেতে পারছেন না অনেকে। বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশনের অভাবে দুর্ভোগ আরও বেড়েছে। জেলা প্রশাসন থেকে ত্রাণ দেয়া হলেও যা চাহিদার তুলনায় কম।

উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের আঞ্জুমান আরা গণমাধ্যমে বলেন, গত চারদিন ধরে পানিতে ভাসছি। ঘরে এক গলা পানি। আশপাশে কোথাও যাওয়ার উপায় নাই। বৃষ্টির মধ্যে নৌকার মধ্যে দিন-রাত পার করছি।

হকের চরের মো. আব্দুল কাদের বলেন, আজ পাঁচদিন ধরে আমাদের এলাকার মানুষ পানিতে। অথচ কোনো চেয়ারম্যান-মেম্বার কেউ দেখতে আসেনি। আমরা সবাই খুব কষ্টে আছি।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ গণমাধ্যমে বলেন, বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। এছাড়া ত্রাণের পাশাপাশি ৪০০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।

এএম/

Advertisement

 

 

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত