আর্কাইভ থেকে জাতীয়

আওয়ামী লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি এখনো দেয়নি ডিএমপি

আওয়ামী লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি এখনো দেয়নি ডিএমপি
বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের অনুমতি নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে দুই ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। জানালেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন। শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে ডিএমপির সদরদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আজ ডিএমপিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আলোচনার বিষয় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের সমাবেশকে কেন্দ্র করে আমাদের যেসব দায়িত্ব থাকে সেসব নিয়ে আলোচনা হয়েছে। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। তাদের অনুমতির বিষয়ে খন্দকার মহিদ উদ্দিন বলেন, মতিঝিল দেশের হার্ট। সেখানে কেউ প্রোগ্রাম করতে চাওয়া উচিত নয়।

এ সম্পর্কিত আরও পড়ুন আওয়ামী | লীগবিএনপিকে | সমাবেশের | অনুমতি | এখনো | দেয়নি | ডিএমপি