ব্রাজিলে রেকর্ড পরিমাণ সয়াবিন আবাদের পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক শীর্ষক এক প্রতিবেদনে ইউএসডিএ জানিয়েছে, ২০২৩-২৪ বিপণন বছরে দেশটিতে সয়াবিন উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ১৬ কোটি ২০ লাখ টনে। ব্রাজিলে এর আগে কখনই এ পরিমাণ সয়াবিন উৎপাদন হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, আগের বছরের তুলনায় চলতি বছর তেলবীজটির ফলন বাড়বে ৪ দশমিক ৫ শতাংশ। খবর ওয়ার্ল্ড গ্রেইন।
ইউএসডিএ জানায়, ব্রাজিলে সয়াবিনের দাম প্রাক-মহামারী সময়ের থেকে কম থাকা সত্ত্বেও কৃষকরা আবাদি জমির পরিমাণ বাড়াচ্ছেন। কৃষকরা প্রথম মৌসুমে ভুট্টা রোপণের পরিবর্তে সয়াবিন রোপণ করেছে। কারণ বর্তমানে ভুট্টার দাম সয়াবিনের চেয়েও কম।
মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে, সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় আবহাওয়া ভালো থাকায় আবাদের পরিমাণ বেড়েছে। চলতি বিপণন বছরে আবাদি জমির পরিমাণ ৪ কোটি ৫৪ লাখ হেক্টরে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। ২০২২-২৩ বিপণন বছরে যার পরিমাণ ছিল ৪ কোটি ৩৮ লাখ হেক্টর। পাশাপাশি কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো ব্রাজিলের সয়াবিন চাষীদের উৎপাদন খরচ কমবে বলেও আশা করা হচ্ছে।
সংস্থাটির প্রাক্কলন অনুযায়ী, চলতি বছর ব্রাজিল সয়াবিন রফতানিতে রেকর্ড গড়তে পারে। ২০২২-২৩ অর্থবছরে তেলবীজটির রফতানির পূর্বাভাস ছিল ৯ কোটি ৬০ লাখ টন। এ বছর তা বেড়ে হয়েছে ১০ কোটি ২ লাখ টন।
ওয়ার্ল্ড গ্রেইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী ও রফতানিকারী। দেশটিতে উৎপাদিত সয়াবিনের শীর্ষ ক্রেতা চীন।