আন্তর্জাতিক

জাতিসংঘে রাশিয়ার অভিযোগ

হামলার অজুহাত বানাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অপতথ্য ছড়িয়েছে

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল অপতথ্য ছড়িয়েছে বলে অভিযোগ করেছ রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এই অভিযোগ করেন।

রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত ইন্টারন্যাশনাল নিউজ টেলিভিশন নেটওয়ার্ক-আরটির এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, হামলার অজুহাত বানাতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অপতথ্য ছড়িয়েছে।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার(২৪ জুন) রুশ রাষ্ট্রদূত ভাসিলি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। আর এসব হামলা তেজস্ক্রিয় দূষণের ‘বাস্তবিক ঝুঁকি তৈরি’ করেছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিবেদনের কথা উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত। তিনি বলেন, তাঁরা জোর দিয়ে বলতে চান, আইএইএর প্রতিবেদনে এমন কিছু বলা হয়নি যে, ইরান তাদের পারমাণবিক মজুত সামরিক বা গোপন উদ্দেশ্যে ব্যবহার করছে।

এমআর//