আন্তর্জাতিক

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানকে অবশ্যই তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি বাতিল করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, মঙ্গলবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে উইটকফ বলেছেন, ‘যে কোনো চূড়ান্ত সমঝোতার মাধ্যমে এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে, যা মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করবে- এর অর্থ হচ্ছে, ইরানকে অবশ্যই তার পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে।’

এদিকে, বিশ্বের শীর্ষ পরমাণু শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে সামলিয়ে পরমাণু চুক্তির ব্যাপারে এগোচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চলতি সপ্তাহেই মস্কো সফরে যাচ্ছেন। সেখানে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার এ সফরের মূল লক্ষ্য হলো—ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার বিষয়ে রাশিয়ার সঙ্গে পরামর্শ করা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই সফর পূর্ব-পরিকল্পিত হলেও আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু ইস্যু নিয়েও আলোচনা হবে।’

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ইরান | যুক্তরাষ্ট্র | ট্রাম্প