আন্তর্জাতিক

পুতিনকে ফের নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: এপি

ইউক্রেনে চলমান হামলা ও শান্তি প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ব্যাংকিং নিষেধাজ্ঞার মাধ্যমে ব্যবস্থা নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানা গেছে। 

ওই বার্তায় ট্রাম্প বলেন, সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ‘ভিন্নভাবে মোকাবিলা করতে হতে পারে।‘ 

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার (২৬ এপ্রিল) রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানের ফাঁকে বৈঠক করেন।  

এদিকে তাদের এই বৈঠক ‘খুবই ফলপ্রসূ’হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

গেলো শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এসময় পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে দুই নেতা ভ্যাটিকানে ছিলেন। এসময় সেন্ট পিটার্স ব্যাসিলিকায় তারা প্রায় ১৫ মিনিট আলোচনা করেন। 

গেলো ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে উত্তেজনাপূর্ণ বৈঠকের পর এটিই দুই নেতার মধ্যে প্রথম বৈঠক।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রাম্প | পুতিন | রাশিয়া | যুক্তরাষ্ট্র | ইউক্রেন