আইন-বিচার

শেখ হাসিনা-টিউলিপসহ ২২ জনের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন পেছালো

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার সন্তানসহ, ২২ জনকে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ মে দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ দিন ধার্য করেন।

জানা যায়, আসামিদের গ্রেপ্তার করা গেলো কিনা সেই সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিলো আজ। কিন্তু পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন এ তারিখ দেন। আসামিরা পলাতক থাকায় গত ১৩ এপ্রিল আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তিন মামলার মধ্যে একটিতে শেখ রেহানাকে, আরেকটিতে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও অপর মামলায় আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে। টিউলিপ সিদ্দিক এবং শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয়। শেখ হাসিনা তিন মামলারই আসামি। তিন মামলায় মোট আসামি ৫৩ জন। তবে একজন একাধিক মামলার আসামি হওয়ায় তিন মামলায় মোট ২২ জনের নাম রয়েছে।

 এক মামলার আসামি হলেনশেখ রেহেনা, শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারি পরিচালক মাজহারুল ইসলাম, উপ- পরিচালক নায়েব আলী শরীফ, তদন্ত প্রাপ্তে আসামি শেখ হাসিনার একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

 আরেক মামলার আসামিরা হলেনআজমিনা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারি পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপ- পরিচালক নায়েব আলী শরীফ, তদন্ত প্রাপ্তে আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

অন্য মামলার আসামিরা হলেনরাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহিদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সহকারি পরিচালক ফারিয়া সুলতানা, সহকারি পরিচালক মাজহারুল ইসলাম, উপ- পরিচালক নায়েব আলী শরীফ, পরিচালক শেখ শহিদুল ইসলাম। তদন্তে প্রাপ্তে আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন হাসিনা-টিউলিপ | ২২