আন্তর্জাতিক

‘ভারতকে ঘায়েল করতে ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত’

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতকে ঘায়েল করতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহীন ও গজনবীসহ ১৩০টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে পাকিস্তান। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে চলা উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির রেলওয়ে মন্ত্রী হানিফ আব্বাসী। 

রোববার (২৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হানিফ আব্বাসি বলেছেন, ‘শাহীন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো আমরা আমাদের ঘাঁটিতে প্রস্তুত করে রেখেছি, সেগুলো প্রস্তুত রাখা হয়েছে হিন্দুস্থানের জন্য। ১৩০টি ক্ষেপণাস্ত্র কেবল নমুনা হিসেবে রাখা হয়নি, আপনাদের কোনো ধারণাই হবে না যে পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এগুলো সাজিয়ে রাখার হয়নি, এগুলো ভারতের দিকেই তাক করে রাখা হয়েছে। 

হানিফ আব্বাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভারত ইন্দুস চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের নদীগুলোতে পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে পাকিস্তান ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ জন্য প্রস্তুতি নেবে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | পাকিস্তান | কাশ্মীর