আন্তর্জাতিক

অস্ত্র সমর্পণ ছাড়া দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে প্রস্তুত হামাস

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় ইসরাইলের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে প্রস্তুত রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তবে অস্ত্র সমর্পণে কোনোভাবেই রাজি নয় প্রতিরোধ যোদ্ধারা।

যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাতে হামাস নেতারা একথা বলেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের অবসান, গাজার পুনর্গঠন, ইসরাইলে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার সমস্ত জিম্মিদের মুক্তির বিনিময়ে পাঁচ থেকে সাত বছরের যুদ্ধবিরতিতে রাজি হতে পারে হামাস।

হামাস জানিয়েছে, যুদ্ধের অবসানের জন্য তারা যেকোনো গুরুতর প্রস্তাবের জন্য উন্মুক্ত। যুদ্ধবিরতিতে হামাসের অস্ত্র আলোচনার যোগ্য নয়। যতক্ষণ দখলদারিত্ব থাকবে ততক্ষণ অস্ত্র হামাসের হাতে থাকবে।

এদিকে, গাজায় হামাসের দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যতদিন হামাস ক্ষমতায় থাকবে ততদিন যুদ্ধ চলবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন 'যুদ্ধ শেষ করতে রাজি হওয়ার সঙ্গে হামাসের কাছে আত্মসমর্পণের পার্থক্য নেই। তা তিনি কখনো করবেন না।

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধে সাময়িক বিরতি দিয়ে জিম্মিদের উদ্ধার করে এনে আবারও সামরিক অভিযান শুরু করা সম্ভব হবে না।

 

 এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন গাজা | ফিলিস্তিন | হামাস | ইসরাইল