আন্তর্জাতিক

ইরানের বন্দরে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৮

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের আব্বাস পোর্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭৫০ জন। শনিবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জানিয়েছেন, জাফরি শহিদ রাজয়িতে কন্টেইনারে রাসায়নিক পদার্থ ও তরলের দুর্বল মজুদের কারণে এই  বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তিনি জানান,আগেই সংকট ব্যবস্থাপনার মহাপরিচালক পরিদর্শনের সময় এই বন্দরকে সতর্ক করেছিলেন এবং বিপদের শঙ্কা তুলে ধরেছিলেন।’

ইরানের মেহের নিউজ এজেন্সি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, বন্দরের একটি গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে হেলিকপ্টারগুলো আগুন নেভানোর চেষ্টা করছে।

বিস্ফোরণে আশপাশের অনেক অবকাঠামোর ক্ষতি হয়েছে, সেখানে থাকা আহতদের উদ্ধারে কাজ চলছে। স্থানীয় হাসপাতালগুলোতে আহত ও তাদের স্বজনদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ইরান | বন্দর বিস্ফোরণ | আব্বাস পোর্ট