খেলাধুলা

পিএসএলের সম্মানসূচক ফজল মাহমুদ ক্যাপ মাথায় রিশাদ

স্পোর্টস ডেস্ক

ছবি: লাহোর কালান্দার্স

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আলো ছড়িয়ে যাচ্ছেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে দুই ম্যাচ খেলে ৬ উইকেট সংগ্রহ করেছেন। যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ।

পিএসএলে উদ্বোধনী ম্যাচ খেলেছেন লাহোর কালান্দার্স। সেই ম্যাচে একাদশে সুযোগ হয়নি তার। এরপরের ম্যাচে সুযোগ পেয়ে ৩ উইকেট লুফে নেন। আর গতকাল (১৫ এপ্রিল) করাচি কিংসের বিপক্ষে ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন রিশাদ। এভাবেই ২ ম্যাচ খেলেই তার ঝুলিতে ৬ উইকেট।

করাচির বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং করায় সুপার পাওয়ার অব দ্য ডে পুরস্কার জিতেছেন রিশাদ। তিনি ৩ লাখ পাকিস্তানি রুপি জিতেছেন, যা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। আর এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করায়, পিএসএলের সম্মানসূচক ফজল মাহমুদ ক্যাপ পেয়েছেন তিনি।

রিশাদদের দল লাহোর ৩ ম্যাচ খেলে ২ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুই-এ অবস্থান করছে।

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন পিএসএল | রিশাদ হোসেন | লাহোর কালান্দার্স