বিশ্বের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সোমালিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম কমানোর হবে। পাশাপাশি অন্যান্য কূটনৈতিক মিশনগুলোর আকার পরিবর্তন করার সুপারিশ করা হয়েছে বলে জানানো হয়েছে।
নথির বরাতে সিএনএন বলছে, ১০ দূতাবাস ও ১৭ কনস্যুলেট বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এগুলো বেশিরভাগই ইউরোপ ও আফ্রিকায় অবস্থিত। এশিয়া ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি করে এ তালিকায় রয়েছে।
দূতাবাসের তালিকার তথ্য উল্লেখ করে সিএনএন জানিয়েছে, মাল্টা, লুক্সেমবার্গ, লেওস্তো, দ্য রিপাবলিক অব কঙ্গো, দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও দক্ষিণ সুদানের দূতাবাসগুলো বন্ধ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এছাড়া ফ্রান্সের পাঁচটি, জার্মানি ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় দুটি করে, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ায় থাকা একটি করে কনস্যুলেট বন্ধ করবে তারা।
বন্ধ হওয়া দূতবাসাগুলোর কার্যক্রম পার্শ্ববর্তী দেশে থাকা দূতাবাস থেকে চালানো হবে বলে ওই নথিতে উল্লেখ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে পররাষ্ট্র দপ্তরের খরচ কমানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমএ//