আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলার কারণে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া।মঙ্গলবার বলিভিয়া সরকারের নেয়া একই পথে হাঁটতে চলেছে লাতিন আমেরিকার আরো দুই দেশ-কলম্বিয়া ও চিলি। এরই ধারাবাহিকতায় গাজায় বেসামরিক মানুষের মৃত্যুর নিন্দা ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে পরামর্শের জন্য নিজেদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে দেশ দুটি। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়,বলিভিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি এক সংবাদ সম্মেলনে বলেন, বলিভিয়া গাজা উপত্যকায় সংঘটিত আগ্রাসী ও অসামঞ্জস্যপূর্ণ ইসরায়েলি  সামরিক হামলার নিন্দায় ইসরাইলি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির কূটনীতিক ও প্রেসিডেন্সির মন্ত্রী মারিয়া নেলা প্রাদা বলেছেন,গাজায় মানবিক সাহায্য পাঠানো হবে। আরও বলেন, আমরা গাজা উপত্যকায় হামলা বন্ধ করার দাবি জানাচ্ছি, যা এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু ও ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে। এদিকে, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তকে স্বাগ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। গাজা নিয়ন্ত্রণকারী এই সংগঠনটি তেল আবিবের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক করেছে-এমন আরব দেশগুলোকেও একই কাজ করার আহ্বান জানিয়েছে। অপরদিকে, গাজায় বেসামরিক মানুষের মৃত্যুর নিন্দা ও  যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে পরামর্শের জন্য নিজেদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে লাতিন আমেরিকার আরো দুটি দেশ-কলম্বিয়া ও চিলি। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনের অগ্রহণযোগ্য লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন। আর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক্স-এ একটি পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর হামলাকে ‘ফিলিস্তিনে গণহত্যা’ বলে অভিহিত করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরায়েলের | সঙ্গে | কূটনৈতিক | সম্পর্ক | ছিন্ন | করলো | বলিভিয়া