আর্কাইভ থেকে বাংলাদেশ

শেখ হাসিনা বিস্ময়কর রাজনৈতিক নেতা: টাইম ম্যাগাজিন

শেখ হাসিনা বিস্ময়কর রাজনৈতিক নেতা: টাইম ম্যাগাজিন
দূরদর্শী নেতৃত্ব, দেশের অবিশ্বাস্য উন্নয়ন, ইসলামী মৌলবাদী ও সামরিক হস্তক্ষেপকারী শক্তিকে দমনসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় শেখ হাসিনাকে বিস্ময়কর রাজনৈতিক নেতা হিসেবে আখ্যায়িত করেছে বিশ্বের প্রভাবশালী ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক বহুল প্রচারিত টাইম ম্যাগাজিন। বৃহস্পতিবার ‘শেখ হাসিনা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এ সাময়িকী। এটির প্রচ্ছদে প্রধানমন্ত্রীর ছবিও ছাপা হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের কারণে ১৯৭১ সালের ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইক এর সাংবাদিক লোবেন জেঙ্কিন্স তার প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পোয়েট অব পলিটিক্স বা ‘'রাজনীতির কবি' বলে আখ্যায়িত করেছিলেন।ওই ঘটনার  ৫২ বছরপর তারই কন্যাকে ‘বিস্ময়কর রাজনৈতিক নেতা’ হিসেবে আখ্যা দিলেন যুক্তরাষ্ট্রের আরেকটি প্রভাবশালী গণমাধ্যম টাইম ম্যাগাজিনের প্রতিবেদক চার্লি ক্যাম্পবেল। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যার দীর্ঘ রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন এক বিস্ময়কর রাজনৈতিক ব্যক্তিত্ব যার হাত ধরে ১৭ কোটি মানুষের বাংলাদেশ নিতান্ত পাট উৎপাদনকারী থেকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে। প্রতিবেদেনে বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের সবচেয়ে বড় উৎস। এমনকি বাংলাদেশি পণ্য রপ্তানির শীর্ষ দেশও আমেরিকা। ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানানো উন্নয়নশীল বিশ্বের কয়েকজন নেতাদের একজন শেখ হাসিনা, যিনি নিজেকে পশ্চিমাদের জন্য দরকারি প্রমাণ করেছেন। যুক্তরাষ্ট্র,চীন, রাশিয়া ও ভারতের সাথে সুষম পররাষ্ট্রনীতি বজায় রাখার ব্যাপারে শেখ হাসিনার কৃতিত্ব যথেষ্ঠ প্রশংসনীয় বলেও প্রতিবেদনে  উঠে এসেছে। শেখ হাসিনার অর্থনৈতিক সাফল্য প্রশংসনীয় দাবি করে প্রতিবেদনে বলা হয়, বায়লাদেশের জিডিপি ২০০৬ সালে ৭১ বিলিয়ন ডলার  থেকে বেড়ে ২০২২ সালে ৪৬০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ভারতের পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। ৭১ শতাংশ মেয়েরা আজ প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। স্যামসাংয়ের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে চীন থেকে সাপ্লাই চেইন সরিয়ে নেওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশ হাই-টেক ম্যানুফ্যাকচারিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, মার্গারেট থ্যাচার বা ইন্দিরা গান্ধীর চেয়ে বেশিবার নির্বাচনে জয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন শেখ হাসিনা।এরই ধারাবাহিকতায় তিনি আগামী জানুয়ারিতে আবারও জাতীয় নির্বাচনে লড়তে যাচ্ছেন এবং এই লড়াইয়েও জেতার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। গত কয়েক বছরে ১৯টি হত্যাচেষ্টার মুখোমুখি হওয়া শেখ হাসিনা মনে করেন, কেউ প্রচণ্ড বিরোধীতা করলে তা নিজের জন্য ব্যর্থতা হতে পারে না। প্রতিবেদনে  আরো বলা হয়, শেখ হাসিনা টানা তিন মেয়াদে সরকারে থেকে উন্নয়নের যে অগ্রযাত্রা ধরে রেখেছেন, তা বিধ্বংসী কর্মকাণ্ডের মাধ্যমে বারবার বাধা দেয়ার চেষ্টা করেছে বিএনপি। যে কারণে বিএনপিকে একটি ‘সন্ত্রাসী দল’ বলে অভিহিত করে শেখ হাসিন বলেন, ‘তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। খালেদা জিয়া সামরিক স্বৈরশাসকের মতো শাসন করেছিলেন’। টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাতকারে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কেও কথা বলেন শেখ হাসিনা। এসময় তিনি বলেন, আপনি যা কিছু করেন, কিছু মানুষ সবসময় এর বিরোধিতা করে। শেখ হাসিনা বলেন, ‘আমি এখানে এসেছি শুধু আমার বাবার স্বপ্ন পূরণের জন্য।’ তিনি বলেন,‘গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে আমাকে উৎখাত করা এত সহজ নয়। আমি আমার জনগণের জন্য মরতে প্রস্তুত।’ গত ৬ সেপ্টেম্বর ঢাকায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেয় টাইম ম্যাগাজিনের সাংবাদিক চার্লি ক্যাম্পবেল। ওই সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি ২ নভেম্ববর ছাপিয়েছে টাইম ম্যাগাজিন।

এ সম্পর্কিত আরও পড়ুন শেখ | হাসিনা | বিস্ময়কর | রাজনৈতিক | নেতা | টাইম | ম্যাগাজিন