আর্কাইভ থেকে এশিয়া

ইসরায়েলের সঙ্গে বাহরাইনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত

ইসরায়েলের সঙ্গে বাহরাইনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকতায় নির্বিচার বোমা হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। একইসঙ্গে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করছে দেশটি। বাহরাইনি পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে স্থানীয় সময় শুক্রবার(৩ নভেম্বর)ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের স্বার্থ এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি বাহরাইনের অটল ও ঐতিহাসিক সমর্থনের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (২ নভেম্বর) বাহরাইনের পার্লামেন্টের নিম্নকক্ষ ইসরায়েলে থাকা বাহরাইনের রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ দেয়। এই নিম্নকক্ষই ২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আব্রাহাম চুক্তির আলোকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। দেশটির পার্লামেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দেশে নিযুক্ত ইসরায়েলের দূতও বাহরাইন ছেড়েছেন এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করা হয়েছে। তবে বাহরাইনের সঙ্গে তাদের সম্পর্ক স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনও ঘোষণা আসেনি। মূলত দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরায়েলের | সঙ্গে | বাহরাইনের | বাণিজ্যিক | সম্পর্ক | স্থগিত