আর্কাইভ থেকে এশিয়া

আরব নেতাদের সঙ্গে বৈঠক করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আরব নেতাদের সঙ্গে বৈঠক করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে আরব দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় শনিবার (৪ নভেম্বর)জর্ডানের রাজধানী আম্মানে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিয়াকাতির সঙ্গে বৈঠক করেন। এসময় লেবানিজ প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জোর দেন।দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অপরদিকে,হামাস-ইসরাইল যুদ্ধে লেবাননের জড়িয়ে পড়ার বিষয়টি আটকানোর জন্য নাজিব মিয়াকাতিকে ধন্যবাদ জানান ব্লিঙ্কেন। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার ব্লিঙ্কেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানির সঙ্গেও কথা বলেন। পরে মধ্যপ্রাচ্যে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে, আরব নিউজসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শনিবার কাতার, জর্ডান, মিসর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। তাদের এ বৈঠকে ফিলিস্তিনি প্রতিনিধিও যোগ দেবেন। প্রসঙ্গত, অবরুদ্ধ গাজায় এখন ইসরায়েলি সেনাবাহিনী যে গণহত্যা চালাচ্ছে তার নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। এর মধ্যে জর্ডান ইসরায়েলি দূতকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জর্ডানে না ফেরার নির্দেশনা দিয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, এবারের সফরে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে আলাদা একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন ব্লিঙ্কেন। গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান নিয়ে শুক্রবার ইসরাইলে যান ব্লিঙ্কেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই আহবানে সাড়া না দেওয়ায় সেখান থেকে জর্ডানে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন আরব | নেতাদের | সঙ্গে | বৈঠক | করছেন | মার্কিন | পররাষ্ট্রমন্ত্রী