আর্কাইভ থেকে দেশজুড়ে

ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পুলিশ

ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পুলিশ
নিখোঁজ হওয়া এক চার বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে রূপনগর থানা পুলিশ। নিখোঁজ বাচ্চাটির নাম মাহমুদুল্লাহ (৪)। শনিবার (৪ নভেম্বর) রাতে আসামিকে গ্রেপ্তার করা হয়। পল্লবী জোনের এসি শাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গেলো ২৮ তারিখে চার বছরের একটি শিশু নিখোঁজ হয়। নিখোঁজের পর রূপনগর থানায় একটি ডায়েরি করা হয়। ডায়েরির পরিপ্রেক্ষিতে সকল ধরনের তদন্তের মাধ্যমে শনিবার রাতে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।এর মধ্যে মোবাইলে কল দিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে তখন তারা ৫০০০০ টাকা দিতে না পেরে ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠান। পরবর্তীতে ওই নাম্বারটি বন্ধ করে দেয়া হয়। একপর্যায়ে তারা আমাদেরকে জানালে আমরা মোবাইল লোকেশন ট্র্যাক এর মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অনেক জিজ্ঞাসা বাদের পর আসামি দোষ স্বীকার করেন। আর যাকে গ্রেপ্তার করা হয় তিনি সেই বাচ্চাটির প্রতিবেশী ছিলেন। আসামির দেয়া তথ্য অনুযায়ী বিরুলিয়া এলাকায় নদীর পার থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, বাচ্চাটির বাবা রাজমিস্ত্রি ছিলেন। তার পাশের যে প্রতিবেশী ছিলেন তার বাসায় বাচ্চাটি যায়। একপর্যায়ে ওই বাসায় যে ছেলেটি থাকতো ওই ছেলে মুখে গামছা বেঁধে একটি লাগেজের মধ্যে রেখে দেয়। ২ ঘন্টা পরে লাগেজটি খুলে দেখে বাচ্চাটি মারা গেছে। এই অবস্থা দেখে তখন সে লাগেজটি সানসেটের উপরে রেখে দেয়। পরের দিন যখন বাসায় কেউ না থাকে ঠিক তখনই তিনি বিরুলিয়া নদীর পাড়ে নিয়ে বাচ্চাটি মরদেহ ফেলে দেয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ক্লুলেস | হত্যা | মামলার | রহস্য | উদঘাটন | করলো | পুলিশ