আর্কাইভ থেকে জাতীয়

অবশেষে অবরোধ কর্মসূচিতে যোগ দিয়ে যা বললেন মান্না

অবশেষে অবরোধ কর্মসূচিতে যোগ দিয়ে যা বললেন মান্না
‘আমি অসুস্থ ছিলাম। আসলে আমি এখনো অসুস্থ এবং কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল না। কিন্তু এর মধ্যে ‘মাহমুদুর রহমান মান্না কোথায়’ প্রশ্ন ওঠায় আমি এখানে এসেছি।’ বললেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার(২৬ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৯ অক্টোবর থেকে দুই দফায় তিনদিন হরতাল এবং ৬ দফায় মোট ১৩ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি।আসছে মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে ৭ম ধাপে বিএনপি ঘোষিত দেশব্যাপী ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ। বিএনপিঘোষিত এই অবরোধ কর্মসূচি রোববার সকাল ৬টায় শুরু হয়। বিএনপির এই দাবির প্রতি একাত্মতা জানিয়ে একই কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি  সমমনা দল।নাগরিক ঐক্যের রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চও বিএনপির কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে। তবে এসব কর্মসূচিতে দেখা যাচ্ছিলো না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে।এতে সমালোচনার মুখে পড়ে পড়েন মাহমুদুর রহমান মান্না। তার অনুপস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। সোশ্যাল মিডিয়ায়ও তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে।  এসবের জবাব দিতেই তিনি রোববার অবরোধের সমর্থনে  প্রকাশ্যে আসলেন। এদিন, জাতীয় প্রেসক্লাবের সামনে বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু) সাবেক এই ভিপি বলেন, মাহমুদুর রহমান মান্না দালাল না। নাগরিক ঐক্যের সভাপতি এসময় আরও বলেন,'আমি অসুস্থ ছিলাম। আসলে আমি এখনো অসুস্থ এবং কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল না। কিন্তু এর মধ্যে ‘মাহমুদুর রহমান মান্না কোথায়’ প্রশ্ন ওঠায় আমি এখানে এসেছি।'

এ সম্পর্কিত আরও পড়ুন অবশেষে | অবরোধ | কর্মসূচিতে | যোগ | দিয়ে | মান্না