আর্কাইভ থেকে ক্রিকেট

সৌম্যকে দলে ফেরানোর ব্যাখ্যা দিলেন নান্নু

সৌম্যকে দলে ফেরানোর ব্যাখ্যা দিলেন নান্নু
আসন্ন নিউজিল্যান্ড সিরিজে টি-টোয়েন্টি এবং ওয়ানডে স্কোয়াডে দলে ফেরানো হয়েছে সৌম্য সরকারকে। অফ ফর্মে থাকা সৌম্য দলে ডাক পাওয়ায় ক্রিকেটপাড়ায় গুঞ্জন, প্রধান কোচ হাথুরুর চাওয়াতেই সৌম্যকে কিউই সিরিজের দলে ফেরানো হয়েছে তাকে। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর উড়িয়ে দিলেন সেই কথা।  সৌম্যকে হঠাৎ দলে ফেরানোর কারণ হিসেবে নান্নুর জানান, ‘সিলেকশন প্যানেলে সবকিছু মিলিয়ে আলোচনা করেই তাকে ফেরানো হয়েছে। পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন তার কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড ভালো। ২০১৫ বিশ্বকাপে ভালো করেছে সে। ওখানে টেস্টে ওর সেঞ্চুরিও আছে।’ বিসিবির এই প্রধান নির্বাচক আরও মনে করেন, সাকিব আল হাসান না থাকায় সৌম্যকে সাকিবের ভূমিকায় দেখা যেতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে হবে ১৭ ডিসেম্বর। এ ছাড়া ২০ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।  আর তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি হবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। সিরিজের দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত।  

এ সম্পর্কিত আরও পড়ুন সৌম্যকে | দলে | ফেরানোর | ব্যাখ্যা | দিলেন | নান্নু