আর্কাইভ থেকে এশিয়া

হামাস নির্মূলে সাগরের পানিতে টানেল ডোবাবে ইসরায়েল!

হামাস নির্মূলে সাগরের পানিতে টানেল ডোবাবে ইসরায়েল!
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস যোদ্ধাদের নির্মূলে নতুন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে ইসরায়েল সরকার।   পরিকল্পনা অনুযায়ি,গাজায় হামাসের নিয়ন্ত্রণে থাকা টানেল নেটওয়ার্ককে সাগরের পানি দিয়ে ডুবিয়ে দিতে চায় নেতানিয়াহু প্রশাসন।  লক্ষ্য টানেলগুলোতে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের বাইরে বের করে এনে হত্যা করা। আর এই পরিকল্পনা বাস্তবায়নে  এরই মধ্যে বিশাল সেচ ব্যবস্থার আয়োজন করে ফেলেছে ইসরায়েল সরকার। সোমবার(৪ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়,এ পরিকল্পনা বাস্তবায়নে গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ইসরায়েল সমুদ্র থেকে পানি টেনে আনার জন্য গাজা আল-শাতি শরণার্থী শিবিরের পাশে অন্তত পাঁচটি পানির পাম্প স্থাপন করেছে। এই পাম্পগুলো  প্রতি ঘণ্টায় কয়েক হাজার ঘনমিটার পানি টেনে আনতে পারবে। আর কয়েক সপ্তাহের মধ্যেই গাজার টানেলগুলো পানিতে ভরে যাবে বলে নেতানিয়াহু প্রশাসন মনে করছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামাসের সক্ষমতাকে ছিন্নভিন্ন করে দিতে বিভিন্ন কৌশলে কাজ করছে। তারা বিভিন্ন সামরিক কৌশল ও যন্ত্রপাতিও ব্যবহার করছে। ইসরায়েল সরকার গত নভেম্বরে যুক্তরাষ্ট্রকে এ পরিকল্পনার বিষয়ে জানায়। তবে ইসরায়েল সব জিম্মিকে মুক্ত করার আগেই এসব পাম্প ব্যবহার করবে কিনা তা জানা যায়নি। বন্দী মুক্তি শেষ হলেও এখনো হামাসের কাছে শতাধিক ইসরায়েলি নাগরিক জিম্মি রয়ে গেছে। এসব জিম্মি টানেলের ভেতরে সুরক্ষিত অবস্থানে রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন-হামাস।

এ সম্পর্কিত আরও পড়ুন হামাস | নির্মূলে | সাগরের | পানিতে | টানেল | ডোবাবে | ইসরায়েল