আর্কাইভ থেকে অপরাধ

ট্যুর প্যাকেজের নামে কোটি টাকা প্রতারণা!

ট্যুর প্যাকেজের নামে কোটি টাকা প্রতারণা!
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে দেয়া হয় মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ডে ট্যুর প্যাকেজের নানা লোভনীয় অফার। অল্প টাকায় বিদেশ ভ্রমণের এই অফার সহজেই লুফে নেন অনেকে। তবে ভ্রমণ পিপাসুদের কাছ থেকে টাকা নিলেও ওই ট্যুরের আয়োজন আর হয় না। টাকাও আর ফেরত পান না প্রতারণার শিকার হওয়া ব্যক্তিরা। তবে প্রতারক চক্র তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। মঙ্গলবার(৫ ডিসেম্বর)সংবাদ সম্মেলনে এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। গ্রেফতারকৃতরা হলেন-প্রতারক চক্রের মূলহোতা ও প্রতিষ্ঠানের মালিক সাইফুল আলম ওরফে অপু, তার আপন মো. আহাদ আলম ওরফে তালহা ও প্রতিষ্ঠানের কথিত অ্যাডমিন মো. আমিনুল ইসলাম। ভুক্তভোগী একজনের দাবি,এই প্রতারক চক্রটি এমনভাবে সবকিছু পরিচালনা করে তাতে শিক্ষিত লোকরাও প্রতারণার বিষয়টি টের পায় না। তবে কিছু দিনের মধ্যেই বুঝতে পারেন কীভাবে তারা  প্রতারিত হলেন? প্রতারণা কাকে বলে ও কত প্রকার? সংবাদ সম্মেলনে ডিবি প্রধান প্রতারক চক্রের প্রতারণার কৌশল তুলে ধরে বলেন, ‘রাজধানীর বনানী থানায় এক ভুক্তভোগী বাদী হয়ে ‘ট্রিপকার্ড’ নামের কথিত একটি ট্যুর অপারেটরের বিরুদ্ধে মামলা করেন। মামলায় বাদী উল্লে­খ করেন, গত ১৯ আগস্ট ফেসবুকের মাধ্যমে কক্সবাজারসহ মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ডে ট্যুর প্যাকেজের বিভিন্ন লোভনীয় অফার দেয়। পরবর্তীতে কম টাকায় বিদেশে ঘুরতে যাওয়ার জন্য তিন বন্ধু মিলে ট্যুর প্যাকেজে মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং দুবাই যাওয়ার জন্য বুকিং দেন। এ জন্য তারা কয়েক দফায় ব্যাংক ও নগদে প্রায় তিন লাখেরও বেশি টাকা দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য টাকা পয়সা দেওয়ার পরেও বিদেশে আর নিয়ে যায় না। বরং নানাভাবে কালক্ষেপণ করতে থাকে। এমনকি টাকা চেয়ে যোগাযোগ করলে কথিত এই ‘ট্রিপকার্ড’ এর মালিক বাদীকে হত্যার হুমকি দেন। একপর্যায়ে অফিসসহ যোগাযোগের সব নম্বর বন্ধ করে দেয় তারা। প্রতারক চক্রটি অল্প দামে ট্যুর প্যাকেজ বিক্রির নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। গত এক বছরে চক্রের হাতে দুই শতাধিক ব্যক্তি প্রতারিত হয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন ট্যুর | প্যাকেজের | নামে | কোটি | টাকা | প্রতারণা