বাংলাদেশ

সাবেক মেয়র আতিক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ডিবি থেকে সাবেক মেয়রকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করা হয়।

জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর থানার ৩টি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচন আয়োজন করে। যেখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম। এরপর ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে পুনরায় মেয়র হন তিনি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের তোপে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের বহু নেতাকর্মীর মতো গা ঢাকা দিয়েছিলেন আতিকুল। এরমধ্যে আজ গ্রেপ্তার হলেন তিনি।  

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন সাবেক | মেয়র | আতিক | গ্রেপ্তার