আর্কাইভ থেকে দেশজুড়ে

সাবেক বিএনপি নেতা শাহজাহান ওমরের অনুসারীরা এবার আওয়ামী লীগে

সাবেক বিএনপি নেতা শাহজাহান ওমরের অনুসারীরা এবার আওয়ামী লীগে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমরের (বীর উত্তম) অনুসারী কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে কাঁঠালিয়া বাসস্ট্যান্ড এলাকায় শাহজাহান ওমরের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন। আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেয়া নেতা-কর্মীদের মধ্যে কাঁঠালিয়া উপজেলা বিএনপির একাংশের সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ মিয়া ও মোস্তাফিজুর রহমান, যুবদলের সহসভাপতি তরিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিব ভুট্টো ও সদস্যসচিব জাকির হোসেন উল্লেখযোগ্য। তাদের নেতৃত্বে উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছেন বলে তারা দাবি করেন। এ সময় শাহজাহান ওমরের সমাবেশে গতকাল বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা আবদুল জলিল মিয়াজীকেও দেখা যায়। এ বিষয় জানতে চাইলে ইলিয়াছ মিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা স্বেচ্ছায় শাহজাহান ওমরের সঙ্গে নির্বাচনে অংশ নিতে বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছি। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের নেতারা অবগত আছেন।’ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার ওরফে বাদশা বলেন, ‘আমরা শুনেছি বিএনপির একাধিক নেতা-কর্মী সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন। তবে কী পরিমাণ পদত্যাগ করেছেন আমাদের জানা নেই। বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারীদের জন্য আমাদের দরজা খোলা আছে।’ অন্যদিকে দপ্তরের দায়িত্বে থাকা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান বলেন, কাঁঠালিয়ায় আজ যারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তারা দলের পদধারী কেউ নন। দলে তারা দীর্ঘ দিন ধরে নিষ্ক্রিয় ছিলেন। বিশেষ করে সেখানে যুবদলের কোনো কমিটি নেই। সম্প্রতি সেখানে আহ্বায়ক কমিটি করা হয়েছে। এদিকে শাহজাহান ওমরের সঙ্গে অবস্থান নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজাপুর উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। তাঁরা হলেন উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেন ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. সামছুল আলম। তারা দুজনই শাহজাহান ওমরের ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন সাবেক | বিএনপি | নেতা | শাহজাহান | ওমরের | অনুসারীরা | এবার | আওয়ামী | লীগে