আর্কাইভ থেকে জাতীয়

প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে ইসিতে ৫৬১ আবেদন

প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে ইসিতে ৫৬১ আবেদন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা কারণে বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ করতে এবং প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনের হিড়িক পড়েছে। পাঁচদিনে এই সংক্রান্ত ৫৬২টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। আপিলের শেষদিন শনিবার (৯ ডিসেম্বর) ১৩১টি আবেদন জমা পড়েছে।  জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইসি কর্মকর্তারা বলেন, প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে প্রথম দিন ৪২ জন, দ্বিতীয় দিন ১৪১ জন, তৃতীয় দিন ১৫৫ জন, চতুর্থ দিন ৯৩ জন এবং আজ ১৩০ জন আপিল করেছেন। পাঁচদিনে মোট ৫৬১ জন প্রার্থী ইসিতে আপিল করেছেন। এবারের জাতীয় নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের মনোনয়নপত্র। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রার্থিতা | ফিরে | পেতে | ও | বাতিল | চেয়ে | ইসিতে | ৫৬১ | আবেদন