জাতীয়

হিন্দু কর্মকর্তাদের তালিকা নিয়ে যা জানালো বস্ত্র ও পাট মন্ত্রণালয়

আসন্ন শারদীয় দুর্গোৎসব ও বিজয় দশমীতে বঙ্গভবনে অনুষ্ঠিতব্য শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য চাওয়া হিন্দু কর্মকর্তাদের নামের তালিকা  নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিষয়টিতে দুঃখ প্রকাশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, পূর্ববর্তী বছরের মতো বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ঢাকায় কর্মরত হিন্দু ধর্মাবলম্বী যুগ্ম-সচিব ও সমমর্যাদা সম্পন্ন অথবা তদূর্ধ্ব কর্মকর্তাদের নামের তালিকা চাওয়া হয়েছিল। এরই প্রেক্ষিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর  ও সংস্থায় এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।

তবে এতে রাষ্ট্রপতি কার্যালয়ের অধীন শুভেচ্ছা বিনিময়ের জন্য তালিকা চাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। এতে সৃষ্টি হয় বিভ্রান্তি।

 

ইতোমধ্যেই বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন হিন্দু কর্মকর্তা