আর্কাইভ থেকে হলিউড

তারকা কনসার্ট: এক টিকিটের দাম ৩০ লাখ টাকা!

তারকা কনসার্ট: এক টিকিটের দাম ৩০ লাখ টাকা!
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় তারকা হিসেবে শীর্ষস্থানটি অর্জন করে নিলেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। গত ৫ ডিসেম্বর চলতি বছর বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সাময়িকী 'ফোর্বস'।সেখানেই উঠে এসেছে বিভিন্ন জনপ্রিয় নারী তারকা, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম। তালিকায় প্রথম নামটি উরসুলা ভন দের লেয়েন। ৬৫ বছর বয়সী এই বেলজিয়ান নারী ২০১৯ সাল থেকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন ফোর্বসের তালিকায়। সামগ্রিক তালিকায় টেইলর সুইফটের অবস্থান পঞ্চম। ৩৩ বছর বয়সী এই মার্কিন মিউজিক সেনসেশনের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ দশমিক ১ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৩০ কোটি টাকারও বেশি! সুইফটের সম্পর্কে ফোর্বসে বলা হয়েছে, তিনি গত অক্টোবরে বিলিয়নিয়ার হয়েছেন। তার সম্পদ বৃদ্ধিতে বিরাট ভূমিকা রেখেছে বহুল আলোচিত ‘দ্য এরাস ট্যুর’ (ধারাবাহিক কনসার্ট)। টেইলর সুইফটই একমাত্র সংগীতশিল্পী, যিনি শুধু গান ও পারফর্মেন্স দিয়ে প্রভাবশালীর তালিকায় জায়গা করে নিয়েছেন। আমেরিকান সংগীত ও বিনোদন ম্যাগাজিন বিলবোর্ড বোলছে, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রজুড়ে টেইলর সুইফটের 'ইরাস ট্যুর' বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ উপার্জনকারী হওয়ার পথে রয়েছে। সুইফটের এই ট্যুরে ২০২৩ সালজুড়ে প্রায় ৯০০ মিলিয়ন ডলার আয় এসেছে। প্রতি শোতে প্রায় ১৪ মিলিয়ন ডলার আয় করেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে দর্শক-চাহিদা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে, তার কনসার্টে প্রতি টিকিট ২৮ হাজার ডলারে পৌঁছেছিল। বেশি দামে টিকিট বিক্রি নিয়ে মামলা এবং একটি ফেডারেল তদন্তও হয়েছিল। চমকপ্রদ ব্যাপার হলো, প্রভাবশালী নারীর তালিকায় টেইলর সুইফটের পর ৩০ পর্যন্ত কোনও বিনোদন তারকা জায়গা পাননি। ৩১তম স্থানে রয়েছেন মার্কিন টিভি ব্যক্তিত্ব ও উদ্যোক্তা ওপরাহ উইনফ্রে। তার সম্পদের পরিমাণ ২ দশমিক ৮ বিলিয়ন ডলার। তারকা হিসেবে তৃতীয় এবং সামগ্রিক তালিকায় ৩৬তম স্থানে আছে গায়িকা বিয়ন্সের নাম। ৪২ বছর বয়সী এই গায়িকার সম্পদের পরিমাণ অবশ্য উল্লেখ করা হয়নি। ১২টি গ্র্যামি অর্জন করা টেইলর সুইফট শিক্ষাক্ষেত্রে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। ফোর্বস-এ যদিও তাকে ‘সিঙ্গেল’ বলা হয়েছে। তবে শোনা যায়, বর্তমানে এই গায়িকা মার্কিন ক্রীড়া তারকা ট্রাভিস কেলসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন। চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক সঙ্গীত পুরস্কার হিসেবে পরিচিত গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। ২০২৪ সালের ৪ ফেব্রয়ারি  যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে চলতি বছরের (২০২৩) গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এবারের ৬৬তম আসরে মনোনয়নের মাধ্যমে গ্র্যামির ইতিহাসে আরেকটি সোনালি পালক যোগ করলেন এই গায়িকা।‘অ্যান্টি-হিরো’ গানটির মাধ্যমে বছরের সেরা গান হিসেবে মনোনয়ন পেয়েছেন সুইফট। একজন গীতিকার হিসেবে এটি তার ৭ম মনোনয়ন।পাশাপাশি বছরের সেরা অ্যালবাম এবং বছরের সেরা রেকর্ড বিভাগেও মনোনীত হয়েছেন মার্কিন সঙ্গীত আকাশের এই ধ্রুব নক্ষত্র। ভক্তদের জন্য আরেকটি সুখবর দিয়েছেন এই পপ গায়িকা। ডেভিড ও রাসেলের নতুন সিনেমায় নাম লিখিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। নিউ রেজেন্সি প্রযোজিত চলচ্চিত্রটির শিরোনাম, পাশাপাশি প্লটের বিবরণগুলো থেকে শুরু করে সবই গোপন রাখা হয়েছে আপাতত। ডিজনির সঙ্গে কথা পাকাপোক্ত করেই সিনেমাটির মুক্তির তারিখ জানাতে চান পরিচালক। তবে অনেক গোপনীয়তার মধ্যেও জানা গেল সিনেমাটিতে চমক নিয়ে হাজির হবেন টেইলর সুইফট।

এ সম্পর্কিত আরও পড়ুন তারকা | কনসার্ট | এক | টিকিটের | দাম | ৩০ | লাখ | টাকা