আর্কাইভ থেকে বাংলাদেশ

দুর্নীতির বিরুদ্ধে সরব থাকা মন্ত্রীর ঘরেই পাওয়া গেলো ৩৫৩ কোটি টাকা

দুর্নীতির বিরুদ্ধে সরব থাকা মন্ত্রীর ঘরেই পাওয়া গেলো ৩৫৩ কোটি টাকা
ক্রমেই বেড়ে চলেছে দুর্নীতির বিরুদ্ধে সরব থাকা মন্ত্রীর ঘর থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ। আরও উঁচু হচ্ছে টাকার পাহাড়! সব মিলিয়ে আয়কর বিভাগ মন্ত্রীর বাড়ি থেকে ১৭৬ ব্যাগ টাকা উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া ১৭৬টি ব্যাগের মধ্যে ১৪০টি ব্যাগের টাকা গোনার কাজ শেষ হয়েছে। এর মধ্যে পাওয়া যায় ৩৫৩ কোটি টাকা। ঘটনাটি ভারতে। কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর আযত্বে ছিলো এ টাকা। ওড়িশা ও ঝাড়খণ্ডে দেশে এর আগে কোনও আয়কর হানায় এক সঙ্গে এত কালো টাকা উদ্ধার হয়নি। সাংসদ ধীরজ সাহু ২০২২ সোলে একটি টুইট বার্তায় সিরব ছিলেন। ওই সময় তিনি লেখেন, ‘নোটবন্দির পরেও দেশ থেকে এতো কালোটাকা উদ্ধার হচ্ছে, দেশে এতো দুর্নীতি, এ সব দেখে আমি ব্যথিত।’ সাহু আরও লেখেন, ‘আমার তো মাথায় ঢোকে না, লোকজন এত কালো টাকা রাখেন কোথায়? যদি দেশ থেকে কেউ দুর্নীতি দূর করতে পারে, তা হলে কংগ্রেই পারবে।’ সাহুর করা ২০২২ সালের সেই পোস্টটিই সামাজিক মাধ্যমে আবার ভাইরাল হয়েছে। বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য আবার কংগ্রেস সাংসদের সেই লেখাটি পোস্টের পর কটাক্ষ করে বলেছেন, ‘করাপশন কি দুকান’। বোলাঙ্গিরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আঞ্চলিক ম্যানেজার ভগত বেহেরা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে, উদ্ধার হওয়া ১৭৬টি ব্যাগের মধ্যে ১৪০টি ব্যাগের টাকা গোনার কাজ শেষ হয়েছে। সঠিক সময়ে গণনার কাজ শেষ করতে অতিরিক্ত মেশিন এবং ব্যাংক কর্মীদের কাজে লাগানো হয়েছে। ৫০ জন ব্যাংক কর্মী মোট ৪০টি মেশিন নিয়ে টাকা গোনার কাজ করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন দুর্নীতির | বিরুদ্ধে | সরব | থাকা | মন্ত্রীর | ঘরেই | গেলো | ৩৫৩ | কোটি | টাকা