বাংলাদেশ

বন্ধ রাখা ভোটার স্থানান্তর কার্যক্রম ফের শুরু করল ইসি

বন্ধ রাখা ভোটার স্থানান্তর কার্যক্রম ফের শুরু করল ইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের জন্য গেলো তিন মাস ধরে বন্ধ থাকা ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৫ জানুয়ারি) মাঠ কার্যালয়গুলোকে ইসির এ সিদ্ধান্ত চিঠি দিয়ে জানিয়েছে বলে গণমাধ্যমের খবরে জানা যায়। ইসি সূত্র জানায়, গেলো ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের ভোটার তালিকা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ করা হয়। ওই দিনের পর ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখে ইসি। ভোট শেষ হওয়ায় সোমবার (১৫ জানুয়ারি) থেকে এ সেবা আবার চালু করা হলো। নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে পাঠানো ইসির এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ায় নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে মাঠ পর্যায়ের কার্যালয়সমূহে ভোটার স্থানান্তরের রোল চালু করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মাইগ্রেশন সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করা যাবে। তবে দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের নির্বাচন চলমান থাকায় ওই আসনের নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে মাইগ্রেশনের কার্যক্রম বন্ধ রাখতে হবে।  

এ সম্পর্কিত আরও পড়ুন বন্ধ | রাখা | ভোটার | স্থানান্তর | কার্যক্রম | ফের | শুরু | করল | ইসি