ক্রিকেট

ব্যর্থতার বৃত্তে থাকা মাশরাফির সিলেটের আবারও হার

ব্যর্থতার বৃত্তে থাকা মাশরাফির সিলেটের আবারও হার
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট পর্বে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। খেলায় মাশরাফির সিলেটকে ৮ উকেটে হারিয়েছে চট্টগ্রাম। এই হারে বিপিএলে এবারের আসরে ৪ ম্যাচ খেলে জয়হীন দলটি। প্রথমে ব্যাট করতে নেমে সিলেটের দেওয়া ১৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে চট্টগ্রাম। দলীয় ২৩ রানে ওপেনার আভিশকা ফার্নান্দো ১৭ রান করে আউট হয়ে গেলেও আরেক ওপেনার তানজিদ হাসান তামিম তুলে নেন অর্ধশতক।  তামিমকে সঙ্গ দিয়ে অর্ধশতক তুলে নেন টম ব্রুসও। ৪০ বলে ৫০ রান করে তামিম আউট হয়ে গেলেও ব্রুস অপরাজিত থাকেন ৫১ রানে। শেষ দিকে এসে শাহাদত হোসেন দিপুও খেলে ১১বলে ১৩ রানের হার না মানা ইনিংস।  আর ৮ উইকেট ১৪ বল হাতে রেখেই জয় পেয়ে যায় চট্টগ্রাম। এর আগে সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই দুই ওপেনারকে হারায় সিলেট।   ৪ বল খেলে ১ রান করে আউট হন মোহাম্মদ মিথুন আর ৭ বলে ৫ রান করে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। দুই ওপেনারের বিদায়ের পর হ্যারি টেক্টর ও জাকির হাসান মিলেন এগিয়ে নিতে থাকেন সিলেটকে। তবে দলীয় ৬৫ ও ব্যক্তিগত ৩১ রান করে কাটা পড়েন জাকির।  জাকিরের বিদায়ের পর ৪৫ রান করে প্যাভিলিয়নের পথ থেকেন টেক্টরও। শেষ দিকে রায়ান বার্লের অপরাজিত ৩৪ রানের সঙ্গে আরিফুল হকের ১৭ রানের সুবাদে ১৩৭ রানে সংগ্রহ পায় সিলেট।

এ সম্পর্কিত আরও পড়ুন ব্যর্থতার | বৃত্তে | থাকা | মাশরাফির | সিলেটের | আবারও | হার