প্রবাস

দেরা দুবাইয়ের বিখ্যাত ওয়াটার ফ্রন্ট মার্কেট

দেরা দুবাইয়ের বিখ্যাত ওয়াটার ফ্রন্ট মার্কেট
সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ের দেরায় অবস্থিত ওয়াটারফ্রন্ট বা ফিস মার্কেট। দেরা দুবাইয়ের এটি আল খালিজ রোডের আবু হেল সংযোগস্থলে হামরিয়া বন্দর এর কাছে দুবাই হসপিটালের অপর প্রান্তে কর্নিশের(সাগর পাড়ের)পাশে অবস্থিত।বাজারটি ২০১৭ উদ্বোধন করা হয়। বাজারটি ১২০,০০০ হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত। বাজারটিতে তাজা মাছ, সবজি এবং মাংস ও নিত্য প্রয়োজনের সব জিনিস পত্র পাওয়া যায়। বাজারটিতে স্থানীয় আরবি ক্রেতার পাশাপাশি ইন্ডিয়ান পাকিস্তানি ও বাংলাদেশীরা বাজার করতে আসেন। এখানে বাংলাদেশী মালিকানাধীন অনেক দোকান রয়েছে।বাজারটি ২৪ ঘণ্টা খোলা থাকে। পুরানো দেইরা মাছের বাজার এখানে প্রতিস্থাপন করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন দেরা | দুবাইয়ের | বিখ্যাত | ওয়াটার | ফ্রন্ট | মার্কেট