দেশজুড়ে

সহস্রাধিক স্বেচ্ছাসেবী ভাগার থেকে উদ্ধার করলো প্যারিস খাল

সহস্রাধিক স্বেচ্ছাসেবী ভাগার থেকে উদ্ধার করলো প্যারিস খাল
সকাল থেকে মিরপুর প্যারিস খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র (ডিএনসিসি) আতিকুল ইসলাম। প্রায় ১২০০ স্বেচ্ছাসেবীর সহযোগিতায় ময়লা ভাগার থেকে ধীরে ধীরে খালে এর রুপ পাচ্ছে প্যারিস খাল। দখলমুক্ত রাখতে খালের দুই পাশে হাটার রাস্তা এবং সিসি ক্যামেরা বসানোর ঘোষণা দেন উত্তরের এ মেয়র। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলার সময় এ কথা বলেন তিনি। উদ্ধার অভিযানের সময় এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র আতিকুল বলেন, আপনাদের সকলের জন্যই এই খাল পরিষ্কার করা হচ্ছে। আজ মিরপুরের প্যারিস খাল দেখে বোঝার উপায় নেই এটি একটি খাল। অথচ একসময় এই প্যারিস খাল দিয়ে নৌকা চলতো, এই খালে মানুষ সাঁতার কাটতো। এ সময়, পর্যায়ক্রমে উত্তরের সব খালই পরিষ্কার করা হবে বলেও জানান তিনি। এর আগে এ  কাজে অংশ নিয়ে অবৈধ দখলদারদের হুঁশিয়ারি দিয়ে আতিকুল ইসলাম বলেছেন, চারতলা-পাঁচতলা যাই হোক, মিরপুর প্যারিস খালের ওপর নির্মাণ করা সব অবৈধ ভবন ভেঙে দেয়া হবে। মেয়র বলেন, এরই মধ্যে খালের জমি মাপা শুরু করেছে গৃহায়ন কর্তৃপক্ষ। যদি খালের জায়গা মধ্যে বিল্ডিং তৈরি করা হয়ে থাকে তা ভেঙে দেওয়া হবে। খালের জায়গার মধ্যে কিছু বস্তির জায়গা পড়েছে। বস্তির নিম্ন আয়ের মানুষদের বলেছি পর্যায়ক্রমে আপনারা এখান থেকে সরে যান। তিনি আরও বলেন,  বস্তিবাসীদের এক মাস সময় দেয়া হয়েছে সরে যাওয়ার জন্য। একদিকে তারা আমাদের সাথে কথা বলবে, অন্যদিকে খাল খনন ও অন্যান্য কার্যক্রম চলমান থাকবে। চাইলে আজকে বুলডোজার দিয়ে সব ভেঙে ফেলতে পারতাম,কিন্তু না ভেঙে তারা সময় দিয়েছেন। প্রসঙ্গত, গেলো ৩১ জানুয়ারি  মিরপুর প্যারিস খাল পরিদর্শন করে আজ থেকে এটার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ডিএনসিসি মেয়র।

এ সম্পর্কিত আরও পড়ুন সহস্রাধিক | স্বেচ্ছাসেবী | ভাগার | উদ্ধার | করলো | প্যারিস | খাল