আবহাওয়া

সপ্তাহের শেষে রয়েছে বৃষ্টির সম্ভাবনা

সপ্তাহের শেষে রয়েছে বৃষ্টির সম্ভাবনা
এই সপ্তাহের শেষদিকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গল, বুধবার ঢাকাসহ দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।  জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, আজ আবহাওয়া আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ঘন থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অবশ্য বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ৬ ও ৭ তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ দক্ষিণাঞ্চলে এই বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর রাতের দিকে তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন সপ্তাহের | শেষে | রয়েছে | বৃষ্টির | সম্ভাবনা