জাতীয়

জুতার কারখানায় আগুন, পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

জুতার কারখানায় আগুন, পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর পুরান ঢাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে মাহুতটুলি আবুল খয়রাত রোডের ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, পুরান ঢাকার মাহুতটুলি তারা মসজিদের পাশে ৪৮ আবুল খয়রাত রোড সংলগ্ন একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক তলা বিশিষ্ট বিল্ডিং-এর নিচতলায় জুতার কারখানা ছিল। তিনি বলেন, সকাল ৯ টা ২০ মিনিটে আগুনের খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন জুতার | কারখানায় | আগুন | পাঁচ | ইউনিটের | চেষ্টায় | নিয়ন্ত্রণে