বাংলাদেশ

আশুলিয়ায় ১৭ পোশাক কারখানায় সাধারণ ছুটি

বায়ান্ন প্রতিবেদন

সাভারের আশুলিয়ার প্রায় সবগুলো পোশাক কারখানা ছবি: সংগহীত

কঠোর নিরাপত্তায় খুলেছে সাভারের আশুলিয়ার প্রায় সবগুলো পোশাক কারখানা। শান্তিপূর্ণভাবেই কারখানাগুলোতে প্রবেশ করেছে শ্রমিকরা। তবে কাজে যোগ দেয়ার কয়েক ঘণ্টা পর অন্তত ১৭টি পোশাক কারখানায় শ্রমিকদের সাধারণ ছুটি দেয়া হয়েছে। তবে কোথাও বড় রকমের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার সারোয়ার আলম ১৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটির বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। 

জানা যায়, গত কয়েক দিনে টানা শ্রমিক অসন্তোষে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। পরে আজ সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। তবে নিশ্চিন্তপুর এলাকার অনন্ত গার্মেন্টসে ১৬ দফা দাবিতে বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এ ছাড়াও প্রায়ই একই রকম দাবিতে কাজে যোগ দেয়নি নাসা, আল মুসলিমসহ অন্তত ১৭ কারখানা।

বাংলাদেশ গামের্ন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু গণমাধ্যমে বলেন, মূলত কয়েকটি পোশাক কারখানায় ম্যানেজমেন্টের কর্মকর্তারা আসেনি। এতে শ্রমিকদের দাবিগুলো নিয়ে কথা না বলতে পারার কারণেই শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন। তবে কোথাও কোনো সড়কে বিশৃঙ্খলা করেনি শ্রমিকেরা।

পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু দুপুরে ১৭টি পোশাক কারখানায় শ্রমিকদের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারণ হা-মীম ও শারমিন নামে দুটি পোশাক কারখানায় ম্যানেজমেন্টের কোনো লোক আসেনি। এতে শ্রমিকরা নিজেদের দাবি নিয়ে কথা বলতে না পেরে কর্মবিরতি পালন করেন।  কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়াও সেনাবাহিনীর একাধিক টিম টহলে রয়েছে।

এএম/  

এ সম্পর্কিত আরও পড়ুন ছুটি | কারখানা