Connect with us

ধর্ম

আলজেরিয়ায় কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশ

Avatar of author

Published

on

আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। হবিগঞ্জের কৃতী সন্তান বশির আহমদ এ গৌরব অর্জন করেন। এর আগে তিনি ২০২১ সালের পিএইচপি কোরআনের আলো প্রতিযগিতায় দেশসেরা হয়েছিলেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। বিশ্বের ৯০টি দেশের সেরা হাফেজদের নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

প্রতিযোগিতায়  প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে,  লিবিয়ার আহমেদ আলম ও আলজেরিয়ার ইউসুফ আবদুর রহমান।

হাফেজ বশির আহমদ রাজধানীর ৩০৬ উত্তর দনিয়া যাত্রাবাড়ী ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

ওই মাদ্রাসার শিক্ষক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী জানান,শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশে আসছে হাফেজ বশির আহমদ। এ উপলক্ষ্যে বিমানবন্দরে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

Advertisement

জানা যায়, হাফেজ বশির হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মাওলানা মো. আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর বড় সন্তান। ছেলের এমন কৃতিত্বে হাফেজ বশির আহমদের মা বুশরা চৌধুরী আল্লাহর অশেষ মেহেরবানি ও শুকরিয়া আদায় করে বশিরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, হাফেজ বশির আহমদ আগামী ১৪ ফেব্রুয়ারি ইরানে আরেকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বলেও জানা গেছে।

Advertisement

ঢাকা

বৃষ্টির জন্য মুন্সিগঞ্জে ইসতিসকার নামাজ আদায়

Published

on

টানা তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে মুন্সিগঞ্জের ধীপুর ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামে নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বাড়ইপাড়া গ্রামসহ আশেপাশের কয়েক গ্রামের লোক এ নামাজ আদায় করেন।

নামাজের আগে নসিহতপূর্ণ বক্তব্য ও দুই রাকাত  ইসতিসকা নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে ও অনুগ্রহ লাভের জন্য  দুহাত তুলে মোনাজাতে কান্নাকাটিও করেন মুসল্লিরা।

মুসল্লিরা নামাজ শেষে জানান, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে অতিরিক্ত তাপপ্রবাহে মানুষ, পশুপাখিসহ সবাই খুব কষ্টে আছে। প্রিয়নবী (সা.) অনাবৃষ্টির কারণে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইসতিসকা নামাজ আদায় করতেন।  আজকে সেই ধারাবাহিকতায় বৃষ্টির আশায় নামাজ পড়ে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির জন্য বৃষ্টির প্রার্থনা করলেন তাঁরা।

আই/এ

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ধর্ম

ওমরাহ পালনে বড় সুখবর দিলো সৌদি আরব

Published

on

হজ

ওমরাহ পালনকারী মুসুল্লিদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। এখন থেকে যে কোনো ভিসা নিয়ে সৌদিতে আসলেই ওমরাহ করা যাবে। অর্থাৎ শুধুমাত্র ওমরাহ করার জন্য ভিসার প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল)  সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছে বলে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজ।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়,  যে কোনো ভিসা নিয়ে যে কোনো দেশ থেকে আসা ব্যক্তিরা সুন্দর ও আরামদায়কভাবে ওমরাহ পালন করতে পারবেন।

মন্ত্রণালয় জানায়,  সৌদিতে আসার পর দেশটির সরকারি ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহর অনুমতি নিতে হবে। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরাহ করার অনুরোধ জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদির বাইরের মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে ওমরাহ করতে পারেন সেজন্য সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সৌদির সরকার।

Advertisement

আই/এ

পুরো পরতিবেদনটি পড়ুন

ধর্ম

ওমরাহকারীদের ভিসার মেয়াদ জানালো সৌদি

Published

on

হজ

সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে ওমরাহ ভিসার মেয়াদ উত্তীর্ণ হবে ১৫ জিলকদ। এর আগে ওমরাহ ভিসার মেয়াদ ছিলো ২৯ জিলকদ পর্যন্ত। পবিত্র শহর মক্কা ও মদিনায় হজযাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

রোববার (২১ এপ্রিল) গালফ নিউজের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ২৪ মে, অর্থাৎ জিলকদ মাসের ১৫ তারিখ পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন বিদেশি ওমরাহকারীরা। এই তারিখের মধ্যেই সবাইকে সৌদি আরব ছাড়তে হবে। মূলত জিলহজ মাসের শুরু থেকে পবিত্র হজ মৌসুম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সাধারণত, সৌদি আরব ওমরাহর জন্য যে ভিসা দিয়ে থাকে, তার মেয়াদ থাকে ৯০ দিন। দেশটি জানিয়েছে, যাদের কাছে ওমরাহর ভিসা আছে, তাঁরা আগামী ১৫ জিলকদ পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ ভিসার মেয়াদ ৯০ দিনের বেশি কোনোভাবেই বাড়ানো হবে না।

টিআর/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত