রাজনীতি

পিটার হাসের সঙ্গে মঈন খানের বৈঠক

পিটার হাসের সঙ্গে মঈন খানের বৈঠক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশের মার্কিন দূতাবাসে এ বৈঠক হয়। যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈঠক পরবর্তী একটি ছবি পোস্ট করা হয়। পোস্টে মঈন খানের সঙ্গে বৈঠক করা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের পক্ষ থেকে  বলা হয়, যুক্তরাষ্ট্র গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যখন প্রত্যেকের কথা শোনা হয়, তখন গণতন্ত্রের উন্নতি হয়। ফেসবুক পোস্টের ছবিতে দুজনকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। এর আগে গেলো  ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বেশ দৌড়ঝাঁপ করেন পিটার হাস। সরকারি দলের শীর্ষ নেতা এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। সবার উদ্দেশে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন মার্কিন কূটনীতিক। প্রসঙ্গত, পিটার হাসের এমন দৌড়ঝাঁপ ভালোভাবে নেয়নি ক্ষমতাসীন দল। নির্বাচন শেষ হওয়ার পর এখন পর্যন্ত সরকারের একাধিক নতুন মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন পিটার | হাসের | সঙ্গে | মঈন | খানের | বৈঠক