ভর্তি -পরীক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তরপত্র ছেঁড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তরপত্র ছেঁড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন
২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় নকল সন্দেহে শিক্ষার্থীর উত্তরপত্র (ওএমআর শিট) ছেঁড়ার ঘটনায় অভিযোগ তদন্তে কমিটি করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. টিটো মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর ওই শিক্ষার্থী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর একটি লিখিত অভিযোগপত্র দিয়েছিলো। লিখিত অভিযোগে শিক্ষার্থী জানায়,  মেডিকেল ভর্তি পরীক্ষা চলার সময় অসৎ উপায় অবলম্বনের সন্দেহে হলে ডিউটিরত শিক্ষক ওই শিক্ষার্থীসহ তিনজনের ওএমআর শিট ছিঁড়ে ফেলেন। পরে শিক্ষক তার ভুল বুঝতে পারেন এবং নতুন ওএমআর শিট দেন। তবে তখন পরীক্ষা শেষ হতে আর মাত্র পাঁচ মিনিট বাকি ছিল। শিক্ষার্থী আরও জানায়, বারবার অনুরোধ করার পরও ওই শিক্ষক তাদের জন্য পরীক্ষার সময় বাড়াননি। ওই সময় অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ওই শিক্ষার্থীর আত্মীয়স্বজনের কথা কাটাকাটি হয়। অধিদপ্তরের এক অফিস আদেশে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক কাজী আফজালুর রহমানকে কমিটির প্রধান করা হয়েছে। এর সদস্য সচিব অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের থোরাসিক সার্জারি বিভাগের অধ্যাপক কামরুল আলম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. কামাল হোসেন। প্রসঙ্গত, এর আগে ওই শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণার দিন সশরীরে স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন মেডিকেল | ভর্তি | পরীক্ষায় | উত্তরপত্র | ছেঁড়ার | ঘটনায় | তদন্ত | কমিটি | গঠন