ক্রিকেট

গাজী আশরাফ প্রধান নির্বাচক হওয়ায় অবাক সুজন

গাজী আশরাফ প্রধান নির্বাচক হওয়ায় অবাক সুজন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন দিপুকে নিয়োগ দিয়েছে। তবে এই ব্যাপারে কিছুই জানতেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন।  তিনি প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারকেই প্রত্যাশা করেছিলেন। আজ মঙ্গলবার এমএ আজিজ স্টেডিয়ামে মাহমুদের বিপিএল দল দুর্দান্ত ঢাকার অনুশীলনে সাংবাদিকদের এ কথা বলেন সুজন।  তিনি জানান গাজী প্রধান নির্বাচক হওয়ায় একটু অবাকও হয়েছেন, ‘তবে আমি ওনার নামই শুনিনি আগে যে নির্বাচক হতে পারেন। খুবই সারপ্রাইজিং একটা ঘোষণা এসেছে বিসিবি থেকে। আমি সেখানে ছিলাম না, তাই আসলে বলতে পারব না।’ প্রধান নির্বাচকের পদে তিনি হাবিবুল বাশারকেই প্রত্যাশা করেছিলেন, ‘আমি আশা করেছিলাম সুমনই  (হাবিবুল বাশার) হবে। কেন হয়েছে, যারা সিদ্ধান্ত নিয়েছেন বা সিদ্ধান্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তাঁরাই বলতে পারবেন। আমি অবশ্যই মনে করি সুমন যোগ্য ছিল। ’  

এ সম্পর্কিত আরও পড়ুন গাজী | আশরাফ | প্রধান | নির্বাচক | হওয়ায় | অবাক | সুজন