টুকিটাকি

ট্র্যাফিক পুলিশের আঙুল কামড়ে দিলেন বাইকচালক!

ট্র্যাফিক পুলিশের আঙুল কামড়ে দিলেন বাইকচালক!
হেলেমেট না পরে বাইক চালাচ্ছিলেন এক যুবক। ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে সৈয়দ সফি নামে ওই যুবককে ভারতের উইলসন গার্ডেনের টেনথ্‌ ক্রসের সামনে আটকায় বেঙ্গালুরু পুলিশ। সৈয়দকে প্রশ্ন করা হয়, কেন তিনি হেলমেট পরে বাইক চালাচ্ছেন না। বিষয়টি নিয়ে কর্তব্যরত ট্র্যাফিক কনস্টেবলের সঙ্গে সফির কথা কাটাকাটি হয়। দু’জনের মধ্যে যখন তর্কাতর্কি চলছিল, সেই ঘটনার ভিডিও রেকর্ড করেন ওই ট্র্যাফিক কনস্টেবলের আর এক সঙ্গী। পুলিশকর্মী তাকে হেলমেট না পরার কারণ জিজ্ঞাসা করেন। তখন সফি জানান, তিনি হাসপাতালে যাচ্ছেন। তাড়াহুড়োয় হেলমেট পরতে ভুলে গেছেন। তার ভিডিও করা হচ্ছে দেখে ক্ষুব্ধ হন সফি। অভিযোগ, ট্র্যাফিক কনস্টেবলের হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু হেড কনস্টেবল সিদ্ধারামেশ্বর কৌজালাগি সফির গাড়ির চাবি নিয়ে নেন। অভিযোগ, সেই গাড়ির চাবি কেড়ে নিতে কনস্টেবলের আঙুলে কামড়ে দেন সফি। এই ঘটনার পর সফিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই যুবক ট্র্যাফিক আইন ভেঙেছিলেন। হেলমেট না পরার জন্য তাকে থামানো হয়। কিন্তু কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেন। তাদের মারধর করারও চেষ্টা করেছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলা চালানো, ট্র্যাফিক আইন ভাঙা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ট্র্যাফিক | পুলিশের | আঙুল | কামড়ে | দিলেন | বাইকচালক