দেশজুড়ে

বিমানের সিট থেকে ৬ কোটি টাকার স্বর্ণ জব্দ

বিমানের সিট থেকে ৬ কোটি টাকার স্বর্ণ জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ওমান এয়ারের একটি ফ্লাইট থেকে ৬৪ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসব স্বর্ণের ওজন ৭ কেজি ৪০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ৯টার দিকে ফ্লাইটটি বিমানবন্দর অবতরণ করার পর তল্লাশির সময় বিমানের যাত্রী বসার সিটের পেছনে লুকানো স্বর্ণের বারগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মতিন তালুকদার জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওমান থেকে আসা ওমান এয়ারের ডব্লিউওয়াই ৩১৩ ফ্লাইটের তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করতে সক্ষম হয় শুল্ক গোয়েন্দারা। সিটের পেছনের দিকে চারটি দণ্ডাকৃতির বস্তুর মধ্যে সোনার বারগুলো বিশেষভাবে লুকানো ছিল। তিনি বলেন, বিমানের ওই সিটে কোনো যাত্রী না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীকে চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বিমানের | সিট | ৬ | কোটি | টাকার | স্বর্ণ | জব্দ