ইসলাম

রমজানে কুয়েতে কর্মঘণ্টা কমবে ও বোনাস পাবে কর্মীরা

রমজানে কুয়েতে কর্মঘণ্টা কমবে ও বোনাস পাবে কর্মীরা
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত পবিত্র রমজান মাসে কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কর্মীদের জন্য কাজের সময় কমিয়ে ৪ ঘণ্টায় নামানোর ঘোষণা দিয়েছে দেশটি। গাল্ফ নিউজের তথ্যমতে, রমজানে কর্মঘণ্টা কমানো হচ্ছে কুয়েতে। পাশাপাশি দেশটির নারী কর্মীরা কর্মস্থলে দুটি গ্রেস পিরিয়ড পাবেন। কাজের শুরুর দিকে ১৫ মিনিট এবং অন্যটি তারা নিতে পারবেন কাজের শেষের দিকে। অন্যদিকে পুরুষ কর্মীরা কাজের শুরুর দিকে একটি গ্রেস পিরিয়ড পাবেন। এছাড়া রমজান মাসে অনুমোদিত আংশিক অনুপস্থিতির জন্য সর্বাধিক দুই ঘণ্টা এবং সর্বনিম্ন এক ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। দেশটির সিভিল সার্ভিস কমিশনের আর্থিক ও প্রশাসনিক বিষয়ক খাত দ্বারা কর্মচারীদের কর্মক্ষমতা মূল্যায়নের শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে আর্থিক ও প্রশাসনিক বিষয়ক অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি সালাহ খালেদ আল সাকাবি জানান, যোগ্য কর্মচারীরা রমজানে একটি চমৎকার কাজের পারফরম্যান্স বোনাস পাবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন রমজানে | কুয়েতে | কর্মঘণ্টা | কমবে | ও | বোনাস | পাবে | কর্মীরা