আইন-বিচার

কারামুক্ত হলেন বিএনপি নেতা মির্জা আব্বাস

কারামুক্ত হলেন বিএনপি নেতা মির্জা আব্বাস
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১১টি মামলায় জামিনে মুক্ত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গেলো ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মোহাম্মদ মাহবুবুল ইসলাম এ বিএনপি নেতার কারামুক্তির বিষয় নিশ্চিত করেন। এর আগে সকালে মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন,মির্জা আব্বাস সব মামলায় জামিন পেয়েছেন। এখন কারামুক্তিতে কোনো বাধা নেই। জামিননামা পৌঁছালেই কারামুক্ত হবেন তিনি। গেলো ২৪ জানুয়ারি তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী মির্জা আব্বাসের গ্রেপ্তার ও জামিন চেয়ে আবেদন করেন। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ বিষয়ে শুনানির জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এর আগে গেলো বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়।    

এ সম্পর্কিত আরও পড়ুন কারামুক্ত | বিএনপি | নেতা | মির্জা | আব্বাস