দেশজুড়ে

পূর্বাচলে এশিয়ান ফার্মা এক্সপো-২০২৪ অনুষ্ঠিত

পূর্বাচলে এশিয়ান ফার্মা এক্সপো-২০২৪ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এশিয়ান ফার্মা এক্সপো-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘এশিয়া এক্সপো-২০২৪’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এসয়ম প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেন বলেন, মেডিকেল ডিভাইস দেশে তৈরি হলে চিকিৎসা সহজ হবে মেডিকেল ডিভাইস উৎপাদনের দিকে নজর দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মেডিকেল ডিভাইস আমাদের দেশে সেভাবে তৈরি হয় না। দেশের বাইরে থেকে নিয়ে আসতে হয়। এতে অনেক খরচ গুনতে হয়। যদি দেশেই তৈরি করা যায়, তাহলে দেশেই চিকিৎসা সহজলভ্য হবে। বিভিন্ন কোম্পানিকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান তিনি।স্বাস্থ্যখাতের উন্নতির জন্য সবার সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, আমি চাই স্বাস্থ্যব্যবস্থা সুন্দর করতে। তাই ওষুধের দাম যদি সহজলভ্য করা যায়, তাহলে আমরা সাধারণ রোগীদের জন্য ভালো কিছু করতে পারবো।ওষুধের দাম কমানো বা বাড়ানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরে এ বিষয়ে জানানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন পূর্বাচলে | এশিয়ান | ফার্মা | এক্সপো২০২৪ | অনুষ্ঠিত