Connect with us

ক্রিকেট

হঠাৎ অবসরের ঘোষণা দিলেন রোমান সানা

Avatar of author

Published

on

হঠাৎ বাংলাদেশ জাতীয় আর্চারি দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোমান সানা। সিদ্ধান্তের কথা আর্চারি ফেডারেশনকে জানিয়েও দিয়েছেন তিনি।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীবউদ্দিন আহমেদ রোমান সানার চিঠি পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

তবে কেন রোমান সানার এমন সিদ্ধান্ত তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি রাজীবউদ্দিন।

Advertisement

ক্রিকেট

শাহীন’কে সহ অধিনায়ক হতে বলেনি পিসিবি

Published

on

কাউকে সহ অধিনায়ক হওয়ার জন্য বলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ এক বিবৃতির মাধ্যমে এটি নিশ্চিত করেছে তারা। ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো’তে শনিবার (২৫ মে) এক খবর প্রকাশিত হয়। যেখানে বলা হয়েছিল, বিশ্বকাপ দলে শাহীন শাহ আফ্রিদি’কে সহ অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শাহীন তা ফিরিয়ে দেন।

পাকিস্তান সবার শেষে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে। যেখানে কোনো সহ অধিনায়ক রাখা হয়নি। কিছুদিন আগে শাহীনকে অধিনায়ক থেকে সরিয়ে বাবর আজমকে আবারও সাদা বলের সংস্করণে দায়িত্ব দেওয়া হয়। সেসময় কিছু বিতর্কিত ঘটনা ঘটনা ঘটেছিল বটে।

এবার সহ অধিনায়কত্ব নিয়ে আবার নতুন ঘটনার জন্ম হলো। পিসিবি তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা কখনো শাহীনকে সহ অধিনায়ক হওয়ার কথা বলেনি, এমনকি কাউকেই এই দায়িত্ব গ্রহণ করার জন্য বলা হয়নি।

পিটিআই এর সূত্রমতে, নির্বাচকরা এমন খবর দেখে বেশ চমকে গেছেন। তারা নিজেদের বৈঠকে সহ অধিনায়ক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেননি। বরং না রাখার ব্যাপারে একমত ছিলেন।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

তাওহিদ হৃদয়ের চোখ সেমিফাইনালে

Published

on

বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে তাওহিদ হৃদয়ের। মনটা সেভাবেই গড়েছেন তিনি। নিজের উপর আত্মবিশ্বাস খোঁজার দরকার পড়লে, স্মৃতি হাতড়ে দেখলেই হয়। এবার বাংলাদেশ দলকে নিয়ে সেমিফাইনাল খেলতে চান অন্তত হৃদয়। যদিও দল খুব ভালো অবস্থানে আছে, সেরকম কিছু বলার সুযোগ নেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘দ্য গ্রিন রেড স্টোরি’ নামে প্রচারিত ভিডিওতে সাক্ষাৎকার দিয়েছেন হৃদয়। যেখানে তিনি তার অনুভূতির নানা দিক সম্পর্কে জানিয়েছেন। প্রসঙ্গ ছিল বাংলাদেশের বিশ্বকাপ লক্ষ্য নিয়ে। যুক্তরাষ্ট্রের সাথে সদ্য সমাপ্ত সিরিজটি তো হেরেছে দল। জয় এসেছে কেবল শেষ ম্যাচটিতে।

হৃদয় তার ব্যক্তিগত জায়গা থেকে স্বপ্নের কথা জানিয়েছেন। তিনি বলেন, “এবারের বিশ্বকাপে নিজের নামের পাশে কিছু দেখতে চাই না। আমি চাই দল যেন ভালো করে। আমার জায়গা থেকে অবশ্যই নিজের সেরাটা দিয়ে অবদান রাখার চেষ্টা করব। আমি চাই আমার দল কমপক্ষে সেমি-ফাইনাল খেলুক।“

জাতীয় দলের হয়ে এখনো কোনো শিরোপা আসেনি বাংলাদেশের ঝুলিতে। এই খরা আরো কবে কাটবে, তা এক প্রশ্ন থেকেই যায়। তবে যুব দলের হয়ে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা থাকা হৃদয় বলেন, “চোখ খুলে এখনও অনুভব করি কী হয়েছিল সেই বিশ্বকাপে (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ)। এখন আমাদের সময় এসেছে জাতীয় দলের হয়ে এশিয়া কাপ, বিশ্বকাপের মতো জায়গায় গিয়ে ভালো করা, কাপ নেওয়া। ভালো করা না, কাপ নিতে চাই। শুধু আমি না, আমরা সবাই চাই। আমরা যদি আমাদের দিক থেকে ভালো করতে পারি, তাহলে বেশি দেরি নেই।“

Advertisement

আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যেখানে বাংলাদেশ দল লড়বে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে।

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

নতুন রেকর্ডে সাকিব, আশপাশে নেই কেউ

Published

on

প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট এবং ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। তাকে ‘রেকর্ড আল হাসান’ বলেও অবিহিত করেন অনেকেই। কারণগুলো বোধহয় এই দিনে আরও স্পষ্ট হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে আন্দ্রেস গাউসের উইকেট নিয়ে ৭০০ টি আন্তর্জাতিক উইকেটের মালিক বনে যান সাকিব। আর তাতেই এই নতুন মাইলফলক ধরা দেয় তার সামনে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ২ ম্যাচ হেরে যায় বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে অন্তত স্বস্তির জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে বল করতে নেমে যুক্তরাষ্ট্রকে ১০৪ রানে আটকে দেয়। জবাবে ব্যাট করতে নেমে ১০ উইকেটের জয় তুলে নেয় তারা। সাকিব ৩ ওভার বল করে ২৩ রান দিয়ে সংগ্রহ করেন ১ উইকেট।

প্রতিপক্ষ ওপেনার আন্দ্রেসের সেই উইকেট তুলে নেওয়ার মাধ্যমে ৩ সংস্করণ মিলিয়ে ৭০০ উইকেটের অর্জনে ঢুকে যান সাকিব। এই অর্জনে তিনি ১৭তম বোলার। বাংলাদেশের হয়ে সব সংস্করণ মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট মাশরাফি বিন মুর্তজার, ৩৯০ টি। তালিকার তিনে আছেন মোস্তাফিজুর রহমান, ৩০৯ টি উইকেট নিয়ে।

আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট ও ১৪ হাজার রান- সাকিব একাই এই অর্জনে নাম লেখালেন।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত