Connect with us

আন্তর্জাতিক

ছাত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপ করলো শিক্ষক

Avatar of author

Published

on

এসিড ছুড়ে মারা

পাকিস্তানের করাচিতে কথাকাটির সময় এক মেয়ে শিক্ষার্থীর শরীরে এসিড নিক্ষেপ করেছেন এক শিক্ষক।

করাচির নিপা চৌরঙ্গী নামক একটি এলাকায় এ ঘটনা ঘটে। নিপা চৌরঙ্গীর একটি আইটি সেন্টারে শিক্ষার্থীর ওপর এসিড হামলা করেন ইফতিখার নামের ওই শিক্ষক। পরবর্তীতে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

রোববার (৩ মার্চ) পাক সংবাদমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ওই শিক্ষার্থীর নাম আলিশা। তিনি ছাড়াও এসিড হামলায় আহত হয়েছেন তার দুই মামা নোমান এবং ফাইজান। তাদের সবাইকে একটি সিভিল হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীর মামা নোমানের অভিযোগের ভিত্তিতে আজিজ ভাট্টি পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

 

Advertisement

আন্তর্জাতিক

গাজায় ৪ দিনে বাস্তুচ্যুত প্রায় ২ লাখ

Published

on

ফাইল ছবি

গাজার  খান ইউনিস শহরে  ইসরাইলের অভিযান শুরুর পর গেলো চার দিনে বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ৮২ হাজারেরও বেশি মানুষ। শুক্রবার ( ২৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনওসিএইচএ। খবর- আলজাজিরা

বিবৃতিতে বলা হয়েছে, খান ইউনিসে ইসরাইলি বাহিনীর অভিযানের জেরে গেলো সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিনে খান ইউনিসের পূর্ব ও মধ্যাঞ্চলে ১ লাখ ৮২ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

উল্লেখ্য, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) খান ইউনিসে অভিযানের জন্য গেলো সোমবার সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের বাড়িঘর ও এলাকা ত্যাগের নির্দেশ দেয়।

নির্দেশে বলা হয়, যদি শহরের পূর্ব ও মধ্যাঞ্চলের লোকজন নির্দিষ্ট সময়সীমার মধ্যে এলাকা ত্যাগ না করেন, তাহলে সেই অবস্থাতেই অভিযান শুরু করবে ইসরাইলি সেনারা।

এনএস/

Advertisement

 

পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

যে কারণে গ্রেপ্তার হলেন রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী

Published

on

রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভ। সংগৃহীত ছবি

দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভকে গ্রেপ্তার করা হয়েছে। রাশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ শুক্রবার (২৬ জুলাই) এ ঘোষণা দেয়।  দ্য মস্কো টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠে। এরই ধারাবাহিকতায় দুর্নীতি বিরোধী অভিযানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সপ্তম উচ্চ-পদস্থ কর্মকর্তা হিসেবে বুলগাকভ (৬৯) গ্রেপ্তার হলেন।

তদন্ত কমিটি বলেছে, বুলগাকভের বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তের অংশ হিসেবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, তাকে মস্কোর কুখ্যাত লেফোরটোভো প্রাক-বিচার আটক কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে তা জানায়নি এফএসবি।

প্রসঙ্গত, ২০০৮ থেকে ২০২২ সালের মধ্যে উপ-প্রতিরক্ষা মন্ত্রী (প্রশাসনিক) হিসাবে দায়িত্ব পালন করেছিলেনদিমিত্রি বুলগাকভ। একই বছরের সেপ্টেম্বরে তাকে বদলি করা হয়। ওই বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু পর সামরিক রসদ পরিকল্পনায় তার বেশ প্রভাব ছিল। তবে হঠাৎ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রদবদল করেন।  প্রথম দফার সামরিক রদবদলেই দায়িত্ব হারালেন বুলগাকভ।

এমআর//

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

মিয়ানমারে নিরাপত্তা বৈঠকে বাংলাদেশসহ ছয় দেশ

Published

on

ফাইল ছবি

বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশের জাতীয় নিরাপত্তা প্রধানরা আলোচনার জন্য মিয়ানমারে গেছেন।  মিয়ানমারে জান্তা সরকারের আমলে এটি একটি বিরল ঘটনা।

শুক্রবার ( ২৬ জুলাই ) দ্য স্ট্রেইটস টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিমসটেকের সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী ইয়াঙ্গুনে গিয়েছেন বাংলাদেশ, ভূটান, ভারত, নেপাল, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা প্রধানরা।

শুক্রবার আলোচনা শুরুর আগে দেশগুলোর নিরাপত্তা প্রধানরা মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

সেখানে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ও স্থিতিশীলতা, মাদক নির্মূল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং মানব পাচার রোধে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে।

Advertisement

২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখল করে  ভিন্নমতাবলম্বীদের দমন শুরু করে।  সম্প্রতি তারা রোহিঙ্গাসহ অন্যান্য সংখ্যালঘু নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর বিরোধের মুখে পড়েছে। বর্তমান সামরিক সরকার মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি সরকারের পিপলস ডিফেন্স ফোর্সের বিরুদ্ধে লড়াই করছে।

গেলো ৩ বছরে ধরে মানবাধিকার সংগঠনগুলো জান্তার দমন-পীড়নের সমালোচনা করে আসার পরেও  সেসব সমালোচনাকে গুরুত্ব দিচ্ছে না সামরিক সরকার।

পশ্চিমা বিশ্বে মিয়ানমারের সামরিক সরকারের স্বীকৃতি না থাকায় চলমান বিমসটেক সম্মেলনে তারা কোনো দূত পাঠায়নি।

জাতিসংঘও সামরিক সরকারকে মেনে নেয়নি; বরং অং সান সু চির সরকারের দূতকেই দেশটির প্রতিনিধি মনে করে জাতিসংঘ।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতেও জান্তা সরকারকে অন্তর্ভূক্ত করা হচ্ছে না।

Advertisement

জেডএস/

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত