Connect with us

খেলাধুলা

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ সহ টিভিতে আজকে খেলা

Avatar of author

Published

on

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ সোমবার (৪ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।  এছাড়াও টিভিতে আজকের যতো খেলা।

 

১ম টি-টোয়েন্টি

বাংলাদেশ-শ্রীলঙ্কা

সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও গাজী টিভি

Advertisement

 

পিএসএল

ইসলামাবাদ-পেশোয়ার

রাত ৮টা, পিটিভি স্পোর্টস

 

Advertisement

ডব্লুপিএল

বেঙ্গালুরু-উত্তরপ্রদেশ

রাত ৮টা, টি স্পোর্টস অ্যাপ ও স্পোর্টস ১৮-১

 

ইংলিশ প্রিমিয়ার লিগ

Advertisement

শেফিল্ড-আর্সেনাল

রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

সিরি আ

ইন্টার মিলান-জেনোয়া

Advertisement

রাত ১-৪৫ মি., র‍্যাবিটহোল

Advertisement

ক্রিকেট

অজি স্কোয়াডের অংশ হতে যাচ্ছেন ম্যাকগার্ক

Published

on

জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক অস্ট্রেলিয়া স্কোয়াডে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যুক্ত হতে যাচ্ছেন। শুধু ম্যাকগার্ক নন, ম্যাথু শর্টও একই ভূমিকা নিয়ে অজি দলে যুক্ত হচ্ছেন। ফ্রেশার ম্যাকগার্ককে নিয়ে নানা আলোচনা হয়ে গেছে আইপিএলের চলতি মৌসুমে। যেখানে দারুণ পারফর্ম করেছেন এই ক্রিকেটার। তবে বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে মেলেনি তার সুযোগ।

অজি বোর্ড চিন্তা করেছে চোট নিয়ে। যেখানে দলের প্রথম ১৫ সদস্যের কেউ ইনজুরিতে পড়লে, বিকল্প কে হবেন- তাই ছিল ভাবনায়। যদিও ক্যারিবিয়ানে মাত্র একজন রিজার্ভ নিয়ে যাওয়ার কথা ভেবেছিল বোর্ড। সেখান থেকে সিদ্ধান্তে বদল এনেছে তারা।

অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ২ টি ম্যাচ খেলেছেন ম্যাকগার্ক। এখনো টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়নি তার। অস্ট্রেলিয়ার টপ-থ্রি জানান দিচ্ছে, সেখানে ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড ও মিচেল মার্শের নাম। যদি এই তিন জনের কেউ চোটে পড়েন- সেক্ষেত্রে ম্যাকগার্কের ডাক পড়বে এখন নিশ্চিতভাবেই।

শর্টের মূল স্কোয়াডে না থাকাটাও কিছুটা দুর্ভাগ্য ছিল তার জন্য। অস্ট্রেলিয়ার শেষ ১৪ টি-টোয়েন্টি ম্যাচের ৯ টি’তেই একাদশে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিংয়ের নানা জায়গায় ভূমিকা রাখার মতো সক্ষমতা আছে তার। পাশাপাশি পার্ট-টাইম অফ স্পিন করতে পারেন তিনি। যা অজি শিবির কাজে লাগাতে পারবে।

 

Advertisement

অস্ট্রেলিয়া স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার , অ্যাডাম জাম্পা।

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

কিংবদন্তিদের তালিকায় আর্লিং হালান্ড

Published

on

আর্লিং-হালান্ড

কিংবদন্তিদের তালিকায় জায়গা করে নিয়েছেন নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড। মৌসুমের শুরু থেকেই দারুণ কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন ম্যানচেস্টার সিটির এ তারকা। একের পর এক গোল করে যাচ্ছিলেন নরওয়েজিয়ান এই তরুণ ফুটবলার। পুরো মৌসুম জুড়ে দারুণ খেলার স্বীকৃতিও অবশেষে পেয়ে গেছেন হালান্ড। ২৭ গোল করে টানা দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগ ফুটবলে গোল্ডেন বুট জিতেছেন তিনি। ম্যানচেস্টার সিটিতে এসে ‘গোলমেশিন’ তকমা জুড়ে গেছে আর্লিং হালান্ডের সঙ্গে।

নিকটতম প্রতিদ্বন্দ্বী চেলসির কোল পালমারকে পেছনে এই পুরস্কার জিতে নেন হালান্ড। সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগ মৌসুমে ২২ গোল করেছেন পালমার। সে হিসেবে এই ইংলিশ তারকা থেকে ৫ গোল বেশি করেছেন হালান্ড।

গতকাল মৌসুমের শেষ ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়ে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে সিটি। অপরদিকে এভারটনের বিপক্ষে জয় পেলেও তা কোনো কাজে আসেনি আর্সেনালের। তাদের থেকে ২ পয়েন্ট বেশি নিয়ে শিরোপা ঘরে তুলেছে সিটি।

শুধু অর্জন নয়, মৌসুম জুড়ে নানা সমালোচনার মুখেও পড়েছিলেন হালান্ড। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কেন তাকে ‘দ্বিতীয় শ্রেণির লিগ খেলোয়াড়’ বলে উল্লেখ করেছেন।

তবে কেনের সমালোচনার জবাব দিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। হালান্ড বিশ্বের সেরা স্ট্রাইকার বলে দাবি করেছেন তিনি।

Advertisement

প্রিমিয়ার লিগে টানা গোল্ডেন বুট পাওয়া খেলোয়াড়

দল                                                       মৌসুম
অ্যালান শিয়ারার     ব্ল্যাকবার্ন রোভার্স, নিউক্যাসল ইউনাইটেড                   ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭
মাইকেল ওয়েন           লিভারপুল                                                   ১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯
থিয়েরি অঁরি               আর্সেনাল                                                   ২০০৩-০৪, ২০০৪-০৫, ২০০৫-০৬
রবিন ফন পার্সি         আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড                         ২০১১-১২, ২০১২-১৩
মোহাম্মদ সালাহ         লিভারপুল                                                  ২০১৫-১৬, ২০১৬-১৭
হ্যারি কেইন              টটেনহাম                                                      ২০১৭-১৮, ২০১৮-২০১৯
আর্লিং হালান্ড         ম্যানচেস্টার সিটি                                                  ২০২২-২৩, ২০২৩-২৪

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

লিগের শেষ ম্যাচে পিএসজির স্কোয়াডে নেই এমবাপ্পে

Published

on

মেসের বিপক্ষে মৌসুমের শেষ লিগ ম্যাচ খেলবে পিএসজি। এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে লিগ আঁ বিদায় জানানোর কথা ছিলো কিলিয়ান এমবাপ্পের।

কিন্তু আজ রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে প্যারিসের ক্লাবটির স্কোয়াডেই রাখা হয়নি তাকে।  ফলে তুলুজের বিপক্ষের ম্যাচটি ফরাসি তারকার শেষ ম্যাচ হয়ে থাকল। যে ম্যাচটি ৩-১ গোলে হারে পিএসজি।

Advertisement

পিএসজির হয়ে সাত মৌসুম খেলেছেন এমবাপ্পে। এই সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০৭ ম্যাচে করেছেন ২৫৬ গোল।  ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার দলের সবশেষ ম্যাচে নিসের বিপক্ষেও খেলতে পারেননি। তখন জানানো হয়েছিল, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন এমবাপ্পে।

স্কোয়াড থেকে অবশ্য শুধু এমবাপ্পেই নন, বাদ পড়েছেন উসমান দেম্বেলে ও ফ্যাবিয়ান রুইজও। আগামী শনিবার ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ লিলে। শিরোপা লড়াইয়ে সেই ম্যাচে এমবাপ্পেকে শেষ পর্যন্ত দেখা যাবে কি না, সেটাই দেখার অপেক্ষা।

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত